ইভিএমের পরিসংখ্যান ও ভিভিপ্যাট স্লিপের পরিসংখ্যানের মধ্যে যেসব কেন্দ্রে তফাৎ হবে সেখানে ভিভিপ্যাটের স্লিপ গুনতে হবে। সোমবার ফের এই দাবিতে সোচ্চার হয়েছে সিপিআই(এম)।
ভিভিপ্য়াটের সঙ্গে ইভিএমের পরিসংখ্যান মিলিয়ে দেখার পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ করার দাবি জানিয়ে ২১টি বিরোধী দল এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সে আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। তাদের আর্জি ছিল, যেসব কেন্দ্রো ভিভিপ্যাট এবং ইভিএমের পরিসংখ্যান মিলবে না, সেসব জায়গায় গণনার নতুন নিয়ম তৈরি করা হোক।
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সোমবার এক টুইটে বলেছেন, "ইভিএম এবং ভিভিপ্যাটের পরিসংখ্যান না মিললে কী করা হবে, সে সম্পর্কিত কোনও পদ্ধতি নির্বাচন কমিশন এখনও জানায়নি। কোনও একটি ক্ষেত্রেও যদি ভিভিপ্যাট এবং ইভিএমের পরিসংখ্যানে গরমিল দেখা যায়, তাহলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই বিধানসভা কেন্দ্রের সমস্ত ভিভিপ্যাট গণনা করা উচিত।"
সাত পর্যায়ের লোকসভা ভোট শেষ হয়েছে রবিবার। ভোট গণনা ২৩ মে।