/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/cwc.jpg)
১৭ তম লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত হার হয়েছে ইউপিএ-র
আগামী ৫ বছর দিল্লি থাকবে কার দখলে রায় দিয়েছে জনতা। বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এনডিএ দরকার। সূত্রের খবর, হারের পরেই কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন রাহুল গান্ধী। সেই প্রস্তাব খারিজ করে সাংবাদিক বিবৃতি দিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
এক নজরে দেখে নেওয়া যাক সাংবাদিক বিবৃতিতে কী বললেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যওয়ালা
বিনম্রতার সঙ্গে জনতার রায় মাথা পেতে নিয়েছে কংগ্রেস কার্য সমিতি
দলের সভাপতি থেকে শুরু করে কর্মী-সমর্থক সবাই উদায়স্ত খেটে কাজ করেছে। সবাইকে কনগ্রেস ওয়ার্কিং কমিটির তরফে অনেক কৃতজ্ঞতা
যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন, লড়াইয়ে শামিল হয়েছেন তাঁদের ধন্যবাদ
যে সমস্ত ব্যর্থতার জন্য জনাদেশ আমাদের বিপক্ষে গিয়েছে, আমরা তার দায় স্বীকার করছি
শোষিত, নিপীড়িত মানুষের জন্য লড়েছে কংগ্রেস
রাহুল গান্ধীর দলের সভাপতিত্বের প্রস্তাব খারিজ করে কংগ্রেস কার্য সমিতি প্রতিকূল অবস্থায় রাহুলের মত নেতারই দলের দায়িত্বে থাকা উচিত, দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করা উচিত
সিডব্লিউসি রাহুলকেই দলের সভাপতি থাকার অনুরোধ করছে
আগামী দিনে দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করব আমরা, দলের সাংগঠনিক পরিবর্তন আনা হবে
ঘৃণা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের
অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান দাম দেশের সাধারণ মানুষের কাছে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ব্যাঙ্কিং -এর ক্ষেত্রে শেষ ৫ বছরে অনুৎপাদক সম্পদের বোঝা বেড়েই চলেছে, দেশের কর্মসংস্থানের হার ভয়াবহ। তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মতো রাজ্যে খরার কারণে দেশের কৃষির অবস্থা ভয়াবহ, আমরা আশা করব কেন্দ্রে বিজেপি সরকার এই সমস্ত বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমস্যা সমাধানে উদ্যোগী হবে।