Advertisment

Union Cabinet Meets: INDIA জোটের আগেই তড়িঘড়ি বিদায়ী মোদী মন্ত্রীসভার বৈঠক, হঠাৎ করে হল টা কী?

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
chandrababu naidu, TDP, bharatiya janata party, election results 2024, indian national congress, election commission of india, eci result,eci, samajwadi party, live election results, lok sabha elections in india 2024, lok sabha election 2024, all india trinamool congress, election commission, aam aadmi party, election results 2024 live, lok sabha elections in india 2024 results, loksabha election 2024, by-poll election results today live, election commission result, chunav result, rashtriya janata dal, election results, indian general election results, nda party, election result, result election, vote counting, voting results, 2024 election results, exit poll 2024, exit poll, exit polls, narendra modi, india result 2024, nda, modi, exit poll 2024 lok sabha"

INDIA জোটের আগেই তড়িঘড়ি বিদায়ী মোদী মন্ত্রীসভার বৈঠক

PM Modi: এনডিএ নেতাদের বৈঠকের আগে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী। আজ বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে এনডিএ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ঘোষণা করেছেন যে ইন্ডিয়া জোট্র নেতারা সন্ধ্যা ৬ টা নাগাদ এক বৈঠকে মিলিত হবেন।

Advertisment

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গড়করি, রাজনাথ সিং এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে। এদিকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধী ইণ্ডিয়া জোট উভয়ই বুধবার বৈঠকে আগামী দিনের রণকৌশল নির্ধারণ করবে।

এনডিএ নেতাদের আজ বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে বৈঠক করার কথা রয়েছে। অপরদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ঘোষণা করেছেন যে ইন্ডিয়া জোটের নেতারা সন্ধ্যা ৬টায় তাঁর বাসবভনে এক বৈঠকে মিলিত হবেন।

আরও পড়ুন : < Ram Mandir constituency: ভোটবাক্সে উধাও রামমন্দির ফ্যাক্টর, খোদ অযোধ্যায় বিজেপি প্রার্থীর হারে চূর্ণ মোদীর অহংকার! >

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন, তবে বিজেপিকে তার জোটের অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভর করতে হবে - জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই আজ বিকেলের এনডিএ বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন।

NDA modi loksabha election 2024 INDIA Alliance
Advertisment