Advertisment

Supreme Court On Kejriwal: সুপ্রিমেও স্বস্তি মিলল না, আশাহত কেজরিওয়াল, আপাতত তিহাড়েই থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত আবগারি কেলেঙ্কারি সম্পর্কিত আর্থিক তছরুপ মামলায় বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয়। এরপর শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

author-image
IE Bangla Web Desk
New Update
arvind kejriwal bail plea

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 2 জুন, 2024 তারিখে ভারতের নয়াদিল্লিতে দলের সদর দফতরে আম আদমি পার্টি (এএপি) এর সমর্থক ও সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। (রয়টার্স/ফাইল)

Supreme Court On Kejriwal: সুপ্রিম কোর্ট মদ নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করতে অস্বীকার করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। সুপ্রিম কোর্ট আরও বলেছে, হাইকোর্ট যদি তার সিদ্ধান্ত সংরক্ষণ করে থাকে তাহলে আমাদের তাতে হস্তক্ষেপ করা ঠিক হবে না। এবিষয়ে পরবর্তী আবেদনের দিন বুধবার ঠিক করেছে শীর্ষ আদালত।

Advertisment

সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পাননি দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় জেলবন্দী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দ্রুত মুক্তির দাবিতে পিটিশন দায়ের করা হলেও আজ সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করতে অস্বীকার করেছে। এবিষয়ে বুধবার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে।

কেজরিওয়াল তাঁর মুক্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী তার আবেদনে দাবি করেছেন, হাইকোর্ট প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া এবং ঐতিহ্য উপেক্ষা করে জামিনের আদেশ স্থগিত করেছে। এ ক্ষেত্রে দেশে প্রতিষ্ঠিত ন্যায়বিচার ও জামিনের মূলনীতিও লঙ্ঘন করা হয়েছে। পিটিশনে আরও বলা হয়েছে যে রাজনৈতিকভাবে তিনি কেন্দ্রে শাসক দলের সমালোচনা করায় তাকে ইডি-র অসন্তোষ এবং বৈষম্যমূলক প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছিল।

দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত আবগারি কেলেঙ্কারি সম্পর্কিত আর্থিক তছরুপ মামলায় বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয়। এরপর শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুনানির সময় দিল্লি হাইকোর্ট নিন্ম আদালতের আদেশে স্থগিতাদেশ দেয়। এমন পরিস্থিতিতে তাঁর জামিন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা। অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা সোমবার কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানির দাবি করেছিলেন। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় তিহাড় জেলে বন্দী রয়েছেন।

আরও পড়ুন : < Modi On Parliament Session: জরুরি অবস্থার উল্লেখ করে কংগ্রেসকে নিশানা মোদীর, প্রথম অধিবেশনেই উত্তাল সংসদ >

অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির ওপর জারি করা দিল্লি হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান কেজরির আইনজীবীরা। কেজরিওয়ালের পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট অভিষেক সিংভি সুপ্রিম কোর্টকে ইডি মামলায় জামিনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ অপসারণের অনুরোধ করেন। হাইকোর্টে মামলা বিচারাধীন হওয়ায়, এই বিষয়ে হস্তক্ষেপ করতে চাই নি সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় কেজরিওয়ালকে জামিন দেয় রাউজ অ্যাভিনিউ আদালত। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে ইডি দিল্লি হাইকোর্টের আবেদন করে। দিল্লি হাইকোর্ট জানায়, শুনানি শেষ না হওয়া পর্যন্ত নিন্ম আদালতের জামিনের সিদ্ধান্ত মুলতুবি থাকবে। হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়ালের আইনজীবী। নিম্ন আদালত ২০ জুন অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিল, কিন্তু হাইকোর্ট শুক্রবার সেই আবেদনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।

Arvind Kejriwal Supreme Court of India
Advertisment