প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিজেপির অন্দরে আবারও প্রকট বিদ্রোহ। টিকিট না পেয়ে বিজেপির সব পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ শিকদার। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে ইস্তফা। আসানসোলের পর্যবেক্ষক পদেও সৌরভ শিকদারের ইস্তফা। সম্পর্কে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের ভাইপো। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। শেষে তিনিই কি না দল ছাড়লেন।
Advertisment
এদিকে, প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে কোচবিহারে বিজেপির নেতা তৃণমূলে যোগ দিলেন। সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপক রায়ের বিরুদ্ধে বিক্ষোভের জেরে কোচবিহার বিজেপির সহ সভাপতি ভবেশ রায় দল ছাড়েন। দীপক রায়কে প্রার্থী করার প্রতিবাদে বিজেপি ত্যাগ করেন তিনি।
Advertisment
মালদায় হরিশ্চন্দ্রপুরে মতিউর রহমানকে প্রার্থী করায় পার্টি অফিস ভাঙচুর। জলপাইগুড়ি সদরে সৌজিত সিনহাকে প্রার্থী করায় পার্টি অফিস ভাঙচুর করেন দলীয় কর্মীরা। জগদ্দলে অরিন্দম ভট্টাচার্যকে প্রার্থী করার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। দুর্গাপুর পূর্বে তৃণমূল-ত্যাগী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে প্রার্থী ঘোষণার পরেই বিজেপি কর্মীদের বিক্ষোভ। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও পাণ্ডবেশ্বরে বিক্ষোভ দেখান আজি বিজেপি কর্মীরা।