'বিজেপিকে লাভবান করার চেষ্টা…' অনন্তনাগ-রাজৌরিতে ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে ওমর আবদুল্লাহর নিশানায় কমিশন। অন্যদিকে ভোটের নির্ঘন্ট বদলে প্রশ্ন তুলেছে পিডিপিও।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কিছু স্থানীয় দলের দাবিকেই মান্যতা দিয়েছে। আগামী ৭ মে কেন্দ্রশাসিত অঞ্চলের অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনের জন্য ভোট হওয়ার কথা থাকলেও কমিশন তা পিছিয়ে ২৫ মে নির্ধারিত করেছে। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
জম্মু ও কাশ্মীরের প্রধান দল, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এই সিদ্ধান্তে খুশি নয়। তারা বলছেন যে বিজেপির মতো দল যখন উপত্যকার তিনটি আসনের কোনোটিতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না তখন তাদের আবেদনের ভিত্তিতে ভোটের দিনক্ষণ বদলের এই সিদ্ধান্ত একেবারেই সঠিক নয়।
বিজেপি সহ বেশ কয়েকটি স্থানীয় দল কমিশনের কাছে যুক্তি দিয়েছে ভারী বর্ষণ, তুষারপাত ও ভূমিধসের কারণে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে, যার কারণে লোকজনের অসুবিধা হচ্ছে।
বিজেপিকে লাভবান করার চেষ্টা
এ প্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বলেছেন যে এটা স্পষ্ট যে বিজেপি এবং তার সহযোগীদের সুবিধা করার চেষ্টা করা হচ্ছে। অন্যথায়, নির্বাচন স্থগিত করার কোন কারণ ছিল না। এই প্রথম নয় যে নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে, তারা যাই করুক, যত খুশি ষড়যন্ত্র করুক। নির্বাচনে বিজেপি ও সহযোগীদের পরাজয় নিশ্চিত।
উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স) এবং মেহবুবা মুফতি (পিডিপি) গত সপ্তাহে নির্বাচন স্থগিত না করার জন্য কমিশনকে অনুরোধ করেছিলেন। ভোটের তারিখ বদলের পর জয়ের দাবি করে পিডিপি বলেছে, যাই ঘটুক না কেন, মেহবুবা মুফতিকে সাংসদ হওয়া থেকে আটকানো যাবে না।