Advertisment

‘‘কাদা ছোড়াছুড়ি না করে উন্নয়নের কথা বলুন’’, ভারতীকে পরামর্শ দেবের

Lok Sabha Election 2019: ‘‘আমি মানছি, সংসদে হয়তো উপস্থিতির হার কম। বিশ্বাস করুন, এজন্য আমি দুঃখিত। কিন্তু ঘাটালের মানুষের জন্য আমি ১০০ শতাংশ দিয়ে কাজ করার চেষ্টা করেছি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
dev, bharati ghosh, দেব, ভারতী ঘোষ

দেব ও ভারতী ঘোষ।

General Election 2019: কয়েকদিন আগে ঘাটালে ভোটপ্রচারে গিয়ে তৃণমূলের বিদায়ী সাংসদ দেবকে নিশানা করেছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার সেই ঘাটালেই ভোটের প্রচার শুরু করতে গিয়ে এলাকার প্রাক্তন পুলিশ সুপার ভারতীকে খোঁচা দিলেন তৃণমূল প্রার্থী। এদিন কেশপুরের সভায় কার্যত ভারতীকে জবাব দিয়েছেন দেব। ভারতী ঘোষের আক্রমণ প্রসঙ্গে দেব বলেছেন, ‘‘কাউকে ছোটো করে বড় হওয়া যায় না। কাদা ছোড়াছুড়ি না করে উন্নয়ন নিয়ে কথা বলুন। পুলিশ সুপার হিসেবে ওঁকে ৩-৪ বছর পেয়েছিলাম। উনি হয়তো ব্যস্ত ছিলেন, যাই হোক। ভারতীদির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এটাও আশা করব, উনি যেন কাদা না ছোড়েন। না জেনেশুনে যেন কোনও মন্তব্য না করেন।’’ এরপরই পরামর্শের সুরে ভারতী ঘোষের উদ্দেশে দেব বলেন, ‘‘আপনি অন্য দলে দাঁড়িয়েছেন, তাহলে সেই দলের উন্নয়ন নিয়ে কথা বলুন।’’

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

উল্লেখ্য, সাংসদ হিসেবে সংসদে দেব পাঁচবারও যাননি বলে তোপ দেগেছিলেন ভারতী। এ প্রসঙ্গে দেব বলেন, ‘‘আমি মানছি, সংসদে হয়তো উপস্থিতির হার কম। বিশ্বাস করুন, এজন্য আমি দুঃখিত। কিন্তু ঘাটালের মানুষের জন্য আমি ১০০ শতাংশ দিয়ে কাজ করার চেষ্টা করেছি। ঘাটালে যখন বন্যা হয়েছে, তখন আমার বোনের বিয়ে ছেড়ে ঘাটালে এসেছিলাম। ত্রাণ নিয়ে এসেছিলাম। উনি পুলিশ সুপার ছিলেন তখন। উনি নিজে নিরাপত্তা দিয়ে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এটা আমি বলছি না, সকলে জানেন। কেউ যদি না জেনে থাকেন তাহলে তাঁর জানা উচিত। আর তারপর এটা নিয়ে বলা উচিত।’’

আরও পড়ুন, Lok Sabha Election 2019: ‘‘বুথ দখল করতে এলে পা নয়, বুক লক্ষ্য করে গুলি করা হবে’’

প্রসঙ্গত, দেবকে নিশানা করে ঘাটালের সভায় ভারতী বলেছিলেন, ‘‘পাঁচ বছরে পাঁচবারও সংসদে আসেন নি। সংসদে না গেলে কী বলবেন? আর সংসদে কিছু না বললে কী করে শুনবেন সকলে? সংসদে গিয়ে আপনারা ঘাটাল মাস্টার প্ল্যান বলবেন। সকলে জিজ্ঞেস করবেন, ‘উয়ো ক্যয়া হ্যায়?’। কেউ না বললে টাকা আসবে কোথা থেকে!’’ এ প্রসঙ্গে জবাব দিতে গিয়ে দেব বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি সংসদে প্রথম বাংলায় বক্তৃতা দিই। টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু এখনও টাকা দেয়নি। দিদি, তাহলে আপনার এগুলো জানা উচিত। যতদিন না ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হয়, ততদিন লড়ে যাব।’’

আরও পড়ুন, Lok Sabha Election 2019: এ দানা কেমন দানা?

ঘাটালে ভোটপ্রচারে গিয়ে ভারতী বলেছিলেন, ‘‘সবুজসাথী প্রকল্পে পচা সাইকেল দেওয়া হচ্ছে। মেরামত করতে সাড়ে তিনশো টাকা লাগে। প্রত্যেক প্রকল্পের টাকা মেরে বড়লোক হয়েছে তৃণমূল।’’ ভারতীর এই মন্তব্যের পাল্টা দেব বলেছেন, ‘‘উনি বলেছেন, সাড়ে তিনশো টাকা লাগে নাকি সাইকেল বানাতে। গত সাত বছরে ১ কোটি সাইকেল দিয়েছে সরকার। এটার স্বীকৃতি দেওয়া উচিত। শুনলাম রাস্তাঘাট নিয়ে কথা বলেছেন। একজন অন্ধও বলতে পারবেন কতটা উন্নয়ন হয়েছে।’’

প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে সৌজন্য বিনিময় করেন দেব। ‘‘ঘাটালে রাজ্য সরকারের উন্নয়নের কাজে’’ পুলিশ সুপার থাকাকালীন ভারতী ঘোষ সাহায্য করেছিলেন বলে টুইট করেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী।

Dev lok sabha 2019 General Election 2019
Advertisment