Advertisment

দিলীপ ঘোষকে শোকজ কমিশনের, শীতলকুচি 'হুমকি'র জের

বুধবার সকাল ১০টার মধ্যে রাজ্য বিজেপি সভাপতিকে জবাবদিহি করতে বলেছে কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu won’t contest, someone else will defeat Mamata now, says Dilip Ghosh

রাহুল সিনহার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পর এবার শীতলকুচিকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শোকজ করলো নির্বাচন কমিশন। বুধবার সকাল ১০টার মধ্যে রাজ্য় বিজেপি সভাপতিকে জবাবদিহি করতে বলেছে কমিশন

Advertisment

১০ এপ্রিল বাংলায় চতুর্থ দফার ভোট ছিল। সেদিন কোচবিহারের শীতলকুচিতে সিআরপিএফ-এর গুলিতে নিহত হন চার ভোটার। কমিশন ও কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর উপর এই মৃত্যুর দায় চাপান তৃণমূল নেত্রী। এরপর দিনই গত ১১ এপ্রিল 'বিদ্বেষমূলক' মন্তব্য করেন দিলীপ ঘোষ। রীতিমতো হুমকির সুরে তিনি বলেছিলেন, 'জায়গায় জায়গায় শীতলকুচিব হবে'। দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে কমিশনে নালিশ করে তৃণমূল। তার প্রেক্ষিতেই রাজ্য বিজেপি সবাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিল কমিশন।

কী বলেছিলেন দিলীপ ঘোষ?

গত রবিবার বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, 'অভিযোগ করলেই দিদি বলেন দুষ্টু ছেলে। আরে বাবা এত দুষ্টু ছেলে এল কোথা থেকে? ওই দুষ্টু ছেলেরাই গতকাল কোচবিহারের শীতলকুচিতে গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা আর বাংলায় থাকবে না। সবে শুরু। যারা ভেবেছে কেন্দ্রীয় বাহিনী বন্দুকটা দেখোনার জন্য নিয়ে এসেছে, তারা বুঝে গিয়েছে ওই গুলির গরম কেমন। সারা বাংলায় এটা হবে।'

আরও পড়ুন- শীতলকুচি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, ৪৮ ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা রাহুল সিনহার

তিনি আরও বলেন, 'ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।'

ভোট আবহে রাজ্য বিজেপি সভাপতির মুখে এই কথায় রীতিমতো তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sitalkuchi election commission West Bengal Election 2021 dilip ghosh West Bengal Assembly Election 2021
Advertisment