দ্বিতীয় দফার তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে চরম অসন্তোষ। আর জেলায় জেলায় নয়, এবার একেবারে কলকাতার হেস্টিংস কার্যালয়ে অসন্তোষ জানাতে হাজির বিভিন্ন কেন্দ্রের গেরুয়া কর্মীরা। দপুর গড়িয়ে বিকেল, এমনকী সন্ধ্যার পরও রাস্তায় বসে পড়ে চলছে বিক্ষোভ। বারংবার পুলিশের সঙ্গে বচসায় জড়াচ্ছেন বিক্ষোভকারীরা।
এদিন মূলত পাঁচলা ও উদয়নারায়ণপুর কেন্দ্রের প্রার্থী বদলের দাবি তোলেন স্থানীয় বিজেপি কর্মীরা। এবার পাঁচলায় বিজেপি প্রার্থী করেছেন তৃণমূলত্যাগী মোহিত ঘাঁটিকে। মোহিতবাবু রাজীব বন্দ্যোপাধ্যায় অনুগামী বলে পরিচিত। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, অল্প কয়েকদিন আগে দলে এসেই কীভাবে মোহিত ঘাঁটিকে প্রার্থী করল দল।
উদয়নারায়ণপুরে পদ্ম বাহিনীর প্রার্থী হয়েছেন সুমিত রঞ্জন কাঁড়ার। তাঁকে ঘিরেও দলের আদি-নব্য বিবাদ তুঙ্গে। এছাড়া রায়দিঘির প্রার্থী নিয়েও অসন্তুষ্ট দলের কর্মীরা। প্রার্থী বদলের দাবি তুলছেন কর্মীরা। এদিন সকাল থেকেই এই দাবিতে সরগরম বিজেপির হেস্টিং-য়ের দফতর। দফায় দফায় চলছে স্লোগান-বিক্ষোভ। এমনকী দলের সর্বভারতীয় সহসভাপতিক মুকপুল রায়কে আটকেও চলে বিক্ষোভ। সাংসদ অর্জুন সিংও দলীয় কর্মীদের ক্ষোভের রেশ থেকে নিস্তার পাননি।
বিজেপি সূত্রের দাবি, রাজ্যজুড়ে প্রার্থী নিয়ে যে বিক্ষোভ চলছে তা সামলাতে বৈঠকে বসতে পারেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন