Advertisment

Lok Sabha elections: বিজেপিকে টেক্কা দিতে বিরাট কৌশল, মাত্র ৫০০টাকায় মিলবে রান্নার গ্যাস, CAA, UCC, NEET নিয়েও বড় ঘোষণা

বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তার দল ডিএমকে-র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। পাশাপাশি এদিনই দল আসন্ন লোকসভা নির্বাচনে দলের ২১ প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
dmk election manifesto

বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তার দল ডিএমকে-র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। পাশাপাশি এদিনই দল আসন্ন লোকসভা নির্বাচনে দলের ২১ প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে।

সামনেই লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই ডিএমকে তার নির্বাচনী ইস্তেহারে ভারত জুড়ে মহিলাদের জন্য মাসিক এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি এলপিজি সিলিন্ডার, পেট্রোল, ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করেছেন।
বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তার দল ডিএমকে-র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। পাশাপাশি এদিনই দল আসন্ন লোকসভা নির্বাচনে দলের ২১ প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে।

Advertisment

চেন্নাইয়ে এই অনুষ্ঠান স্ট্যালিন ছাড়াও দলের সাংসদ তথা এম কে স্টালিনের বোন কানিমোঝি এবং অন্যান্য দলের নেতারাও উপস্থিত ছিলেন। ডিএমকে তার নির্বাচনী ইস্তেহারে পুদুচেরিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার পাশাপাশি রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে রাজ্যের পরামর্শ এবং NEET-এর উপর নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছে।

I.N.D.I.A জোটের সদস্য হিসাবে, ডিএমকে কংগ্রেস, সিপিআই, সহ রাজ্যের বেশ কয়েকটি দলকে সঙ্গে নিয়ে একটি জোট গঠন করেছে৷

এক ঝলকে নির্বাচনী ইস্তেহারের কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি

-পুদুচেরিকে রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
-NEET বাতিল করা হবে।
-জাতীয় শিক্ষানীতি বাতিল করা হবে।
-মহিলাদের জন্য ৩৩শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকর করা হবে।
-সরকার সারাদেশের সব স্কুলে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার কর্মসূচি বাস্তবায়ন করবে।
-নাগরিকত্ব সংশোধনী আইন (CAA-2019) বাতিল করা হবে।
-কলেজের পড়ুয়ারা প্রতি মাসে এক জিবি ডেটা সহ একটি বিনামূল্যের সিম কার্ড পাবেন।
-সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫০শতাংশ সংরক্ষণ।
-ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বিধান বাতিল করা হবে।
-ভারতে বসবাসরত শ্রীলঙ্কান তামিলদের নাগরিকত্ব দেওয়া হবে।
-ভারত জুড়ে সমস্ত মহিলাদের জন্য এক হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হবে।
-এলপিজি গ্যাস সিলিণ্ডারের দাম হবে ৫০০ টাকা। পেট্রোল ৭৫ টাকা এবং ডিজেলের দাম কমিয়ে ৬৫ টাকা করাহবে।
-শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ মুকুব।
-জাতীয় সড়কে টোল বুথ সম্পূর্ণ অপসারণ।
-বিভক্ত জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা হবে। নতুন শিক্ষা নীতি (NEP) 2020 সম্পূর্ণরূপে অপসারণ করা হবে।
-চেন্নাইয়ে সুপ্রিম কোর্টের একটি শাখা থাকবে।

modi MK Stalin loksabha election 2024
Advertisment