Advertisment

Nirmala Sitharaman: টাকা নেই খোদ অর্থমন্ত্রীর! ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন নির্মলা সীতারামন  

'ভোটে লড়ার টাকা নেই' তাই আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

author-image
IE Bangla Web Desk
New Update
Nirmala Sitharaman,

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

'ভোটে লড়ার টাকা নেই' তাই আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। সব দলই তাদের প্রার্থী তালিকা একে একে প্রকাশ করেছে। বিজেপির প্রকাশির প্রার্থী তালিকায় একাধিক নেতা-মন্ত্রী-হেভিওয়েটের নাম থাকলেও নাম নেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তবে কী ভোটে লড়বেন না তিনি? এবার নিজের মুখেই জানালেন কেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি এও জানিয়েছেন দলের তরফে ২ টি রাজ্য ভোটের লড়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু স্রেফ টাকার অভাবেই ভোটে লড়তে পারবেন না জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisment

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২টি রাজ্যের মধ্যে একটি রাজ্যের লোকসভা আসনে লড়াইয়ের প্রস্তাব দিলেও অর্থ সংকটের কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। বিজেপির সভাপতি জেপি নাড্ডা তাঁকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণেই তিনি ভোটের লড়াই থেকে পিছিয়ে আসেন বলেই জানিয়েছেন তিনি।

নির্মলা সীতারামন বর্তমানে কর্ণাটক থেকে রাজ্যসভার সদস্য। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামিটে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “এক সপ্তাহ থেকে দশ দিন মত চিন্তা-ভাবনার পর আমি দলের প্রস্তাব ফিরিয়ে দিই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এত টাকা আমার নেই। আমারও অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু নিয়েও সমস্যা রয়েছে। সেখান থেকে ভোটে লড়াই করবে প্রশ্ন উঠবে আপনি কি এই সম্প্রদায়ের? আপনার কি এই ধর্ম? এই কারণেই আমি না বলেছি। দলের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি গ্রহণ করেছেন। তাই জানিয়ে রাখি, আমি লোকসভা নির্বাচনে লড়ছি না।”

অর্থমন্ত্রী বলেন, 'আমি খুবই কৃতজ্ঞ যে দলের সকলে আমার যুক্তি মেনে নিয়েছেন… সেই কারণেই আমি নির্বাচনে লড়ছি না।' এরপর তাকে প্রশ্ন করা হয় কেন দেশের অর্থমন্ত্রীর কাছেও লোকসভা নির্বাচনে লড়ার মতো পর্যাপ্ত টাকা নেই? উত্তরে তিনি বলেন, 'দেশের টাকা আমার ব্যক্তিগত নয়। আমার বেতন, আমার উপার্জন, আমার সঞ্চয় টুকুই শুধু আমার'।

নির্মলা সীতারামন আরও বলেন , তিনি লোকসভা নির্বাচনে নিজে না লড়লেও অন্যান্য প্রার্থীর পক্ষে প্রচার করবেন। সীতারমন বলেন, "আগামীকাল আমি রাজীব চন্দ্রশেখরের পক্ষে প্রচারে যাব"। উল্লেখ্য দেশের মোট ৫৪৩টি আসনে ১৯ এপ্রিল থেকে ৭ দফায় নির্বাচন শুরু। ফল ঘোষণা আগামী ৪ঠা জুন

Nirmala Sitharaman loksabha election 2024
Advertisment