"নীতীশকে খুশি করতেই জোটধর্ম পালন করছে না বিজেপি", তোপ চিরাগের

নিজের জন্য প্রধানমন্ত্রীকে কোনও বিপদের মুখে ফেলতে চান না চিরাগ।

নিজের জন্য প্রধানমন্ত্রীকে কোনও বিপদের মুখে ফেলতে চান না চিরাগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Chirag Paswan, চিরাগ পাসোয়ান, নীতীশ কুমার

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিহারে নির্বাচন যত এগিয়ে আসছে তত এনডিএ শিবিরের সঙ্গে সংঘাত বাড়ছে চিরাগ পাসওয়ানের। রবিবার লোক জনশক্তি পার্টির সুপ্রিমো চিরাগ পাসওয়ান গেরুয়া শিবিরকে তোপ দেগে বলেছেন, "নীতীশ কুমারকে মুখ্য়মন্ত্রী করবে বলেই জোটধর্ম মানছে না বিজেপি।" এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কটাক্ষের জবাব দিয়ে তিনি পাল্টা বলেছেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের প্রদর্শনী করতে চাই না আমি। বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় থেকে তাঁর অন্ত্যেষ্টি পর্যন্ত, প্রধানমন্ত্রী আমার জন্য যা যা করেছেন তা আমি কোনওদিন ভুলতে পারব না।" চিরাগের এই টুইট ঘিরে বিহারের রাজনীতির চাপানউতোর চরমে।

Advertisment

চিরাগের আরও অভিযোগ, নীতীশ কুমার তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করছেন। এদিকে, চিরাগের লাগাতার আক্রমণের জেরে অস্বস্তিতে নীতীশ কুমার এবং জেডিইউ। তারা আবার পাল্টা বিজেপির উপর চাপ সৃষ্টি করছে এলজেপি নিয়ে জোটের অবস্থান স্পষ্ট করার জন্য। চিরাগের প্রতি নরম ভাব বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছে জেডিইউ। এর প্রভাব এনডিএ জোটে পড়তে পারে বলে সতর্ক করেছে নীতীশের দল। যদিও শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন, "এনডিএ জোট ক্ষমতায় এলে নীতীশই মুখ্যমন্ত্রী হবেন। কোনও কিন্তু বা সন্দেহ নেই এতে, যে নীতীশকে মুখ্যমন্ত্রীর করার যে অঙ্গীকার দল করেছে তা থেকে বিজেপি সরে আসবে না।" বিহারে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ডবল ইঞ্জিন সরকার হবে বলে দাবি করেছেন শাহ।

আরও পড়ুন “চিরাগের দলের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই”, সাফ জানালেন জাভড়েকর

Advertisment

এদিকে, জেডিইউকে আক্রমণের রাস্তা থেকে সরছেন না চিরাগ। রবিবারও ফের টুইট করে বলেছেন, "বিহার ফার্স্ট ভাবনা জেডিইউ নেতাদের গলার ফাঁস হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বিকাশের মন্ত্র এবং বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট প্রতিবদ্ধ।" তিনি এও বলেছেন, নিজের জন্য প্রধানমন্ত্রীকে কোনও বিপদের মুখে ফেলতে চান না চিরাগ। তিনি তাঁর জোটধর্ম পালন করুন। বলেছেন, "আমার বিরুদ্ধে একটা-দুটো শব্দও বলতে পারেন প্রধানমন্ত্রী। নীতীশকে খুশি করতে তিনি এটা করতেই পারেন। কিন্তু নীতীশ কুমারের উচিত বিজেপি কর্মীদের ধন্যবাদ জানানো। কারণ মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে রাদ থাকলেও নিজেদের কর্তব্য পালন করছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সমর্থন চাইছেন বিজেপি কর্মীরা।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bihar Elections