Dry Days in Kolkata: ভোট বড় বালাই। কথাটা বহু ব্যবহৃত এবং নানা দৃষ্টিভঙ্গিতে বলা হলেও এই মুহূর্তে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তা এক ভিন্ন মাত্রা পেয়েছে। নাভিশ্বাস উঠে গিয়েছে এইসব এলাকার মদ্যপায়ীদের। রবিবার অর্থাৎ ১৯ মে কলকাতা এবং লাগোয়া কেন্দ্র গুলিতে নির্বাচন, আর তাই শুক্রবার সন্ধ্যা থেকে বন্ধ থাকছে শহর ও শহরতলির প্রতিটি মদের দোকান এবং বার।
সপ্তম দফার লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আগামী তিন দিন কলকাতা এবং পার্শ্ববর্তী নির্বাচনী এলাকায় বন্ধ থাকবে সব মদের দোকান। আবগারি দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৯ মে পর্যন্ত ৯টি নির্বাচনী এলাকায় কোনও দোকান, হোটেল এবং প্রকাশ্যে মাদক, মাদক জাতীয় দ্রব্য এবং পানীয় বিক্রি করা যাবে না। তবে, নির্বাচনের সময় সব কেন্দ্রেই এই নির্দেশিকা জারি থাকে। কিন্তু, কলকাতা-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক'শো মদের দোকান এবং বার বন্ধ থাকাতেই বিষয়টি নিয়ে সাড়া পড়েছে।
আরও পড়ুন- মুকুল রায়-শমীক ভট্টাচার্যের গাড়ি ‘ভাঙচুর’, রণক্ষেত্র দমদম
উল্লেখ্য, সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসাত, বিধাননগর, আলিপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার এবং সুন্দরবন এলাকায় ভোট গ্রহণ হবে।
আরও পড়ুন চিটফান্ডের জমিতে জনসভা করছেন মোদী, বিস্ফোরক মমতা
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের এই শেষ দফায় ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশ ও কুইক রেসপন্স টিমের সমন্বয়ের কথা বিশেষভাবে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানান, সপ্তম দফায় রাজ্য আইন শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে ভোট করাতে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
Read the full story in English