Advertisment

Dum Dum (West Bengal) Assembly Election Results 2021 Live: বিজয়ী, পরাজিত

Dum Dum (West Bengal) Assembly Election Results 2021 Live: Dum Dum কেন্দ্রের সমস্ত আপডেট পেতে এবং নির্বাচনের ফলাফল জানুন bengali.indianexpress.com-এ। ৮ দফায় ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচন হয়। ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২৯ এপ্রিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Dum Dum Election Result, Dum Dum Election Result 2021, West Bengal Election Result 2021, Dum Dum West Bengal Election Result 2021

Dum Dum Election Results 2021: পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

Dum Dum (West Bengal) Assembly Election Results 2021 Live: গত বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন BRATYA BASU TMC হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ নির্বাচনে লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ১০ বছরের উন্নয়ন এবং বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান। গত বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ২১১টি আসনে জিতেছিল মমতার তৃণমূল কংগ্রেস।

Advertisment

এবারের নির্বাচনে ২৯০টি আসনে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পাহাড়ের তিনটি আসন গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়ে দিয়েছেন তিনি। এবং একটি আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায়, সেখানে নির্দল প্রার্থীকে সমর্থন করছে দল। এদিকে, বিরোধী শিবিরের বিজেপি লড়ছে ২৯০টি আসনে। তিনটি আসন জঙ্গলমহলে তিনটি আসন তারা ছেড়েছে জোটসঙ্গী আজসু-কে এবং পাহাড়ে একটি আসন তারা ছেড়েছে জিএনএলএফ-কে।

Advertisment

বিরোধী জোট সংযুক্ত মোর্চা লড়ছে ২৯৪টি আসনে। বামফ্রন্ট লড়ছে ১৬৫টি আসনে, তার মধ্যে বৃহত্তম দল সিপিআইএম ১৩০টি আসনে, ফরোয়ার্ড ব্লক ১৮টি আসনে, আরএসপি ১১টি এবং সিপিআই লড়ছে ৯টি আসনে। কংগ্রেস লড়ছে ৯২টি আসনে এবং তৃতীয় তথা নবতম শরিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে ৩৭টি আসনে।

Advertisment