Advertisment

Rahul Gandhi: দুই আসনে রেকর্ড জয়, তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়াল কংগ্রেস, বিরোধী দলনেতার ভুমিকায় রাহুল?

আগামীকাল সন্ধ্যায় তৃতীয় মেয়াদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার ঠিক আগে 'রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলের নেতা করার দাবি উঠেছে কংগ্রেসের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
CONGRESS, rahul gandhi, sonia gandhi, congress meeting, congress working committee meeting, congress rahul gandhi leader of opposition

আগামীকাল সন্ধ্যায় তৃতীয় মেয়াদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার ঠিক আগে 'রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলের নেতা করার দাবি উঠেছে কংগ্রেসের তরফে।

Rahul Gandhi as Leader of Opposition: আগামীকাল সন্ধ্যায় তৃতীয় মেয়াদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার ঠিক আগে 'রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলের নেতা করার দাবি উঠেছে কংগ্রেসের তরফে। কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল, মানিকম ঠাকুর, গৌরব গগৈ সহ অনেক দলের সাংসদরা রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা করার দাবি জানিয়েছেন। মানিকম ঠাকুর বলেছেন, রাহুলের লোকসভায় কংগ্রেসের নেতা হওয়া উচিত। তিনি আরও বলেন, রাহুল গান্ধীর বিরোধী দলের নেতা হওয়া উচিত।

Advertisment

আজ অর্থাৎ ৮ই জুন কংগ্রেস পার্লামেন্টারি পার্টি এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে লোকসভার বিরোধী দলের নেতার দায়িত্ব কে নেবেন তা ঠিক করা হতে পারে। তবে দলের অন্দরে দাবি উঠেছে, লোকসভার বিরোধী দলের নেতার দায়িত্ব রাহুল গান্ধীর হাতে নেওয়া উচিত।

দলের তরফে রাহুলকে বিরোধী নেতার করার দাবির পাশাপাশি বলা হয় তার কণ্ঠ জনগণের কণ্ঠস্বর। সবাই এই ধারণায় বিশ্বাস করে"। পাশাপাশি সনিয়া গান্ধী আবারও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) সভাপতির পদ গ্রহণ করতে পারেন বলে আশা করা হচ্ছে শনিবার সন্ধ্যায় লোকসভা ও রাজ্যসভা উভয় দলের সাংসদদের বৈঠকে সিপিপি সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হবেন। লোকসভা নির্বাচনে বিরোধী ইণ্ডিয়া জোট ২৩৪ টি আসন পেয়েছে, এর মধ্যে কংগ্রেস একাই পেয়েছে ১০০টি আসন। যার কারণে লোকসভায় কংগ্রেস বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন : < Soham Chakraborty: গাড়ি পার্কিং নিয়ে বিবাদ, রেস্তোঁরা মালিককে চড় কষিয়ে বিতর্কে সোহম >

রাহুলকে এলওপি করার দাবি জানিয়েছেন সাংসদরা

সংসদীয় দলের বৈঠকের আগে, সকাল ১১ টায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে লোকসভা নির্বাচনে দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে কংগ্রেস নেতা বি.কে. হরিপ্রসাদ বলেন, “সাধারণ নির্বাচনের পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক করার ঐতিহ্য রয়েছে। এই বৈঠকে দলের পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে।” রাহুল গান্ধীকে বিরোধীদলীয় নেতা করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, “এটা তাঁর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেসের সমস্ত কর্মীরা চায় তাকে বিরোধী দলের নেতা করা হোক"।

বৈঠকের আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, সাংসদ শশী থারুর, মানিকম ঠাকুর সহ অন্যরা এর সমর্থনে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, “আমাদের চাওয়া ১৪০ কোটি মানুষের দাবির মতোই। (কংগ্রেস সাংসদ) রাহুল গান্ধীকে এলওপি হিসাবে অবস্থান নিতে হবে,”।

এদিকে, রবিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় মোদী নতুন মন্ত্রী পরিষদও চূড়ান্ত হতে চলেছে। শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বৈঠকের পরে যেখানে তিনি সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত হন।

CONGRESS rahul gandhi sonia gandhi
Advertisment