Advertisment

Cash recovered in ED raid: ভোটের মাঝেই নোটের পাহাড়, রাজ্যের মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি নগদ

মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। লোকসভা ভোট আবহে এত বিপূল পরিমাণ টাকা উদ্ধারে ছড়িয়েছে চাঞ্চল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Videos and photos shared by the sources showed officials of the central probe agency taking out wads of currency notes from large bags in a room. (Screengrab: ANI)

সূত্র দ্বারা শেয়ার করা ভিডিও এবং ফটোগুলিতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা একটি ঘরে বড় ব্যাগ থেকে মুদ্রার নোটগুলি বের করছেন। (স্ক্রিনগ্রাব: এএনআই)

মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। লোকসভা ভোট আবহে এত বিপূল পরিমাণ টাকা উদ্ধারে ছড়িয়েছে চাঞ্চল্য।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এনফোরেকমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগির আলমের আপ্ত সহায়কের বাড়িতে অভিযান চালায়। উদ্ধার করা হয়েছে নগদ প্রায় ২০ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে আপ্ত সহায়ককে। জানা গিয়েছে ধৃতের নাম সঞ্জীব লাল। এদিন আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তে এদিন সঞ্জীবের বাড়িতে তল্লাশি চালায় ইডি। আর তল্লাশি চালাতেই উদ্ধার হল নোটের পাহাড়।

Advertisment

আগামী ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ। এর মাঝেই ঝাড়খণ্ডে বিপূল পরিমাণ নগদ উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে ইডি এদিন একাধিক স্থানে তল্লাশি চালায়। ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী আলম গির ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এখনও চলছে গণনা ।

ইতিমধ্যেই উদ্ধার হওয়া নগদের পরিমাণ গুনতে ব্যাঙ্কের কর্মচারী ও টাকা গোণার মেশিন আনা হয়েছে। দু বছর আগে এই দিনে ঝাড়খণ্ডের আইএএস পূজা সিংগালের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এই অভিযানে উদ্ধার করা হয় ১৭ কোটি টাকা। উল্লেখ্য গ্রামোন্নয়ন দফতরের অধীনে বেশ কয়েকটি প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রাম। তাঁকে গ্রেফতার করে মামলার তদন্ত শুরু করে ইডি।

ED
Advertisment