Advertisment

ED summons TMC leader Mahua Moitra: সিবিআইয়ের পর এবার ইডি, জোড়া ধাক্কায় ভোটের মুখে দিশেহারা মহুয়া

কয়েকদিন আগেই 'ক্যাশ-ফর-কোয়েরির' তদন্তে মহুয়া মৈত্রের প্রাঙ্গণে অভিযান চালায় সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra ED summons

মহুয়া মৈত্র আসন্ন লোকসভা ভোটের জন্য কৃষ্ণনগর আসন থেকে টিএমসি-র তরফে প্রার্থী হয়েছে। (ফাইল ছবি/পিটিআই)

ভোটের মুখে ফেমা মামলায় তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের ঝামেলা আরও বাড়তে পারে। ইডি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন জারি করেছে। ২৮ মার্চ দিল্লিতে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

Advertisment

বুধবার (২৭ মার্চ, ২০২৪) 'বিদেশি মুদ্রা লেনদেন' মামলায় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছে ইডি। ২৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

এর আগেও ফেমা মামলার অধীনে দুবার মহুয়া মৈত্রকে তলব করে ইডি। সম্প্রতি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যেভাবে মামলাটি তদন্ত করেছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছিলেন তৃণমূল নেত্রী। তবে মহুয়ার সেই আবেদন আদালত খারিজ করে দেয়। এবার ফেমা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে দিল্লিতে তলব করেছে।

মহুয়া মৈত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি সাংসদ
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি প্রাক্তন টিএমসি সাংসদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ এনেছিলেন। আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তা নিয়ে 'খেলার' অভিযোগও তুলেছিলেন তিনি। লোকপালের নির্দেশে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করেছিল।

ব্যাপারটা কি
ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করেছিলেন যে এই বিষয়ে প্রমাণ দিয়েছেন মহুয়ার পরিচিত আইনজীবী জয় অনন্ত দেহরায়। তারই ভিত্তিতে সংসদের শীতকালীন অধিবেশনে বহিষ্কৃত হন তৃণমূল সাংসদ।

লোকসভার স্পিকারের কাছে তার চিঠিতে, নীশিকান্ত বলেছিলেন, যে তিনি আইনজীবী এবং মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্তের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। যাতে মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানির যোগাযোগের কথা উল্লেখ ছিল। অভিযোগ ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন মহুয়া। সংসদে মোট ৬১ টি প্রশ্নের মধ্যে প্রায় ৫০ টি দর্শন হিরানন্দানি এবং তার সংস্থার ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য তোলেন মহুয়া এমনই অভিযোগ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার ফেমা লঙ্ঘনের মামলায় তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী এবং বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছে। ইডি সূত্রে খবর মহুয়া মৈত্র ও ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে ২৮ মার্চ তদন্ত সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে।

কয়েকদিন আগেই 'ক্যাশ-ফর-কোয়েরির' তদন্তে মহুয়া মৈত্রের প্রাঙ্গণে অভিযান চালায় সিবিআই।

Mohua Moitra
Advertisment