General Election 2019: লোকসভা নির্বাচনের প্রাক্কালে ‘মিশন শক্তি’ নিয়ে জাতীর উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেননি প্রধানমন্ত্রী, শুক্রবার একথা জানিয়ে মোদীকে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন। দু’দিনে আগেই মহাকাশে ভারতের অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা নিয়ে জাতীর উদ্দেশে ভাষণ দেন মোদী। লোকসভা নির্বাচনের মুখে ‘মিশন শক্তি’ নিয়ে মোদীর ভাষণ ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে সরব হন বিরোধীরা। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে কমিশন।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
নির্বাচন কমিশনের নিযুক্ত ৫ সদস্যের কমিটির রিপোর্টে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘‘সংবাদসংস্থা এএনআইয়ের ভিডিও ফুটেজ ব্যবহার করেছে দূরদর্শন। দূরদর্শন থেকে অডিও ইনপুট নিয়েছে অল ইন্ডিয়া রেডিও।’’ কমিশন নিযুক্ত কমিটি জানিয়েছে, দূরদর্শন বা অল ইন্ডিয়া রেডিওর মতো সরকারি প্রচারমাধ্যমকে ব্যবহার করেননি প্রধানমন্ত্রী। মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে কমিশন নিযুক্ত কমিটি তিনটি বৈঠক করে। দূরদর্শনের ডিরেক্টর জেনারেল ও অল ইন্ডিয়ার শীর্ষ আধিকারিকদের কমিশন তলব করে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের ফুটেজ থেকেই মোদীর ভাষণ দূরদর্শনে সম্প্রচার করা হয়েছিল বলে জানানো হয় দূরদর্শনের তরফে।
আরও পড়ুন, মিশন শক্তি: প্রধানমন্ত্রীর ভাষণ নির্বাচন কমিশনের আতস কাচের নিচে
It is sad and a matter of regret that the Constitutional Authority mandated to conduct free & fair elections has allowed the deception and chicanery by Modi in blatant violation of the Model Code of Conduct. https://t.co/xcaSgCYJtA
— Sitaram Yechury (@SitaramYechury) March 29, 2019
প্রসঙ্গত, মোদীর ‘মিশন শক্তি’ ভাষণ নিয়ে কমিশনে অভিযোগপত্রে ইয়েচুরী জানান, এ ধরনের অপারেশন সাধারণত ডিআরডিও-র মতো সংস্থার ঘোষণা করা উচিত। তা না করে, প্রধানমন্ত্রী নিজেই এ নিয়ে ঘোষণা করলেন। আসন্ন লোকসভা নির্বাচনে যেখানে প্রধানমন্ত্রী নিজেই একজন প্রার্থী, সেখানে ভোটের মুখে এ ধরনের ঘোষণা করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন তিনি। অন্যদিকে, মোদীকে ক্লিনচিট দেওয়া নিয়ে শুক্রবার রাতে টুইটারে ফের সরব হন সীতারাম ইয়েচুরি। এহেন সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেন তিনি।
Read the full story in English