৬ সপ্তাহ ধরে চলা ভোট উৎসব শেষ। এখন সবার চোখ ২৩ মে'র ফলাফলের দিকে। এক্সিট পোলের অনুমান মতো ফের একবার কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ সরকার? নাকি ত্রিশঙ্কু জোট তৈরি হবে? সব জল্পনার অবসান হতে মাঝে আর ৪৮ ঘণ্টা। অধীর আগ্রহে অপেক্ষা ছাড়া আর কিছু করারও নেই সাধারণ মানুষের। তবে ভোট গণনা সংক্রান্ত এই ১০ টি প্রশ্নের উত্তর জেনে রাখা ভালো।
কখন ঘোষিত হবে নির্বাচনী ফলাফল?
১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত দীর্ঘ সাত দফার নির্বাচনের গণনা পদ্ধতি শুরু হবে ২৩ মে সকাল ৮টায়। দুপুর থেকে বোঝা যাবে হাওয়া কোন দিকে। বিকেলের দিকে সেই ধারণা আরও স্পষ্ট হতে শুরু করবে। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে ২৩ তারিখ রাতে অথবা ২৪ তারিখ সকালে।
ভোট গণনা কি শুরু হয়ে গিয়েছে?
না, ২৩ তারিখ সকালেই শুরু হবে গণনা। রিটার্নিং অফিসারের উপস্থিতিতে গণনা হবে। তিনি গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা করবেন না। প্রথমে পোল ব্যালট গোনা হবে, তারপর ইভিএম -এর ভোট গোনা হবে।
" width="759" height="422" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">
কারা জিতছে, কখন বোঝা যাবে?
দুপুর ১২ টা থেকে একটা ধারা বোঝা যেতে শুরু করবে। https://results.eci.gov.in এই ওয়েবসাইটে ট্রেন্ড টাও জানা যাবে।
মোটামুটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে কখন?
সারাদিনই ভোট গননা চলবে। পরিষ্কার ছবি পেতে বিকেল হয়ে যাবে। ২০১৯ এর লোকসভা নির্বাচনেই ফলাফলের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হবে প্রথম বার।
চূড়ান্ত ফলাফল কখন প্রকাশিত হবে?
২৩ তারিখ রাতে জানা যাবে চূড়ান্ত ফলাফল।
আরও পড়ুন, এক্সিট পোলে ভরসা নেই কোনো পক্ষেরই
যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারাই সরকার গঠন করবে?
কেন্দ্রে সরকার গড়ার জন্য একটি দল অথবা শরিক দলের ৫৪৩টি আসনের মধ্যে ন্যূনতম ২৭২টা আসন পেতে হবে। কোনো একটি দল এই সংখ্যক আসন না পেলে একাধিক রাজনৈতিক দল মিলে জোট সরকার তৈরি করবে।
নতুন সরকারের শপথ গ্রহণ কবে হবে?
১৬ তম লোকসভার মেয়াদ ফুরোচ্ছে ৩ জুন, ২০১৯। তার আগে নতুন সরকারকে শপথ নিতে হবে। ২০১৪ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ গ্রহণ করেছিলেন ২৬ মে।
পুরোন সরকার এবং সাংসদদের কী হবে?
নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের রাষ্ট্রপতি আগের লোকসভা ভেঙে দেবেন। এবং নব নির্বাচিত সাংসাদরা শপথ নেবেন। কোনও বিদায়ি সাংসদ যদি ফের নির্বাচিত হন, তিনি নতুন লোকসভাতে এমনিতেই সদস্য হয়ে যাবেন। লোকসভার সদস্য হওয়ার জন্য সদস্যকে ভারতের নাগরিক হতে হবে, এবং বয়স হতে হবে ২৫ এর ওপরে।
নতুন প্রধানমন্ত্রী কবে পাব আমরা?
সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল অথবা জোট সরকার থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী। এনডিএ-র প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদী। কিন্তু বিরোধীদের সেরকম কিছু ঠিক করা নেই এখনও। ২৩ মে'র ফলাফলের আগে তা স্পষ্ট হওয়াও সম্ভব নয়।
হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু সংসদ হলে কী হবে?
লোকসভায় মোট ৫৪৫ টি আসন, তার মধ্যে ৫৪২ টি নির্বাচিত সদস্যের আসন। বাকি দুটি রাষ্ট্রপতির মনোনীত সদস্য। লোকসভার নিম্নকক্ষে ২৭২টি আসন হল ম্যাজিক ফিগার। কোনও ভাবে জোট সরকারও সেই সংখ্যক আসন না পেলে ত্রিশঙ্কু সংসদ বা হাং পার্লামেন্ট হয়। এই পরিস্থিতিতে যে দল সবচেয়ে বেশি আসন পাবে, তাদের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। দলের বাইরে থেকেও সমর্থন চাইতে পারে সেই দল।
Read the full story in English