Advertisment

মোদী ম্যাজিকে নাস্তানাবুদ কংগ্রেস, ২ রাজ্যে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পথে বিজেপি

রাজস্থান- ছত্তিশগড় হাত ছাড়া হওয়ার পথে।

author-image
IE Bangla Web Desk
New Update
Election, Election 2023, live Election 2023 results, Election News, Election Results 2023, Election Results 2023 live, Election Results, Assembly Election Results, Assembly Election Results news live, Assembly Election Results 2023 live updates, Assembly Election results 2023,Rajasthan Election Results, Madhya Pradesh Results 2023, Chhattisgarh Election Results, Telangana Election Results 2023, Mizoram Election Results, Rajasthan Election Results 2023, Election Results, Live Election Results, 2023 Election Results,Vidhan Sabha Election Results,

কংগ্রেস, দুই রাজ্যে ক্ষমতা হারাতে চলেছে

চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। যত সময় এগিয়েছে ছবিটা আগের থেকে আরও এখন স্পষ্ট হচ্ছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি অনেকটাই এগিয়ে গিয়েছে।

Advertisment

অন্যদিকে তেলেঙ্গানায় জয়ের রথে চড়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় ছিল। অন্যদিকে রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। দুই রাজ্যই কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়ে সরকার গড়ার দৌড়ে এগিয়ে চলেছে বিজেপি। প্রতিটি রাউন্ড গণনার সঙ্গে সঙ্গে এটা স্পষ্ট হচ্ছে যে মোদী ম্যাজিক ভোটারদের মধ্যে ব্যপক প্রভাব ফেলেছে।

মধ্যপ্রদেশে মোট ২৩০টি আসনের মধ্যে ইতিমধ্যে ম্যাজিক ফিগার ছুঁয়েছে বিজেপি। বিজেপি প্রার্থীরা ১৫৫টি আসনে এগিয়ে কংগ্রেস এগিয়ে রয়েছে ৭০টি আসনে। চারটি আসন ও একটি আসনে এগিয়ে রয়েছে বিএসপি।

রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৯৯টিতে নির্বাচন হয়েছে। বিজেপি ১১৪টি আসনে এবং কংগ্রেস ৬৮টি আসনে এগিয়ে রয়েছে। দুটি আসন বিএসপি এবং ১৫টি আসনে এগিয়ে রয়েছেন অন্য প্রার্থী্রা।

অন্যদিকে, ছত্তিশগড়েও পরিবর্তনের সম্ভাবনা দৃশ্যমান। রাজ্যের মোট ৯০টি আসনের মধ্যে ৫২টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ক্ষমতাসীন দল কংগ্রেস ৩৬টি আসনে এগিয়ে রয়েছে। একটি করে আসনে এগিয়ে বিএসপি ও অন্যরা।

কংগ্রেস, দুই রাজ্যে ক্ষমতা হারাতে চলেছে। অন্তত ট্রেণ্ড তাই বলছে। অন্যদিকে তেলেঙ্গানায়, শাসক দল ভারত রাষ্ট্র সমিতি পিছিয়ে পড়েছে এবং কংগ্রেস অনেকটাই এগিয়ে গিয়েছে। তেলেঙ্গানায়, কংগ্রেস ৭০টি আসনে BRS ৩৮টি আসনে, বিজেপি এবং জোট ৮টি আসনে এবং AIMIM ৩টি আসনে এগিয়ে রয়েছে।

modi
Advertisment