'দেশে একটাই গ্যারান্টি…মোদির গ্যারান্টি'..! চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। যত সময় এগিয়েছে ছবিটা আগের থেকে আরও এখন স্পষ্ট হচ্ছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি অনেকটাই এগিয়ে গিয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় জয়ের রথে চড়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় ছিল। অন্যদিকে রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। দুই রাজ্যই কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়ে সরকার গড়ার দৌড়ে এগিয়ে চলেছে বিজেপি। ফলাফলের প্রাথমিক প্রবনতা সামনে আসার পরই মানসুখ মান্ডাভিয়া সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'দেশে একটাই গ্যারান্টি…মোদির গ্যারান্টি'। তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে একটি পোস্টারও পোস্ট করেছেন। প্রতিটি রাউন্ড গণনার সঙ্গে সঙ্গে এটা স্পষ্ট হচ্ছে যে মোদী ম্যাজিক ভোটারদের মধ্যে ব্যপক প্রভাব ফেলেছে।
মধ্যপ্রদেশে মোট ২৩০টি আসনের মধ্যে ইতিমধ্যে ম্যাজিক ফিগার ছুঁয়েছে বিজেপি। বিজেপি প্রার্থীরা ১৫৭টি আসনে এগিয়ে কংগ্রেস এগিয়ে রয়েছে ৭০টি আসনে। চারটি আসন ও একটি আসনে এগিয়ে রয়েছে বিএসপি।রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৯৯টিতে নির্বাচন হয়েছে। বিজেপি ১১৫টি আসনে এবং কংগ্রেস ৬৮টি আসনে এগিয়ে রয়েছে। দুটি আসন বিএসপি এবং ১৫টি আসনে এগিয়ে রয়েছেন অন্য প্রার্থী্রা।অন্যদিকে, ছত্তিশগড়েও পরিবর্তনের সম্ভাবনা দৃশ্যমান। রাজ্যের মোট ৯০টি আসনের মধ্যে ৫২টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ক্ষমতাসীন দল কংগ্রেস ৩৬টি আসনে এগিয়ে রয়েছে। একটি করে আসনে এগিয়ে বিএসপি ও অন্যরা।
কংগ্রেস, দুই রাজ্যে ক্ষমতা হারাতে চলেছে। অন্তত ট্রেণ্ড তাই বলছে। অন্যদিকে তেলেঙ্গানায়, শাসক দল ভারত রাষ্ট্র সমিতি পিছিয়ে পড়েছে এবং কংগ্রেস অনেকটাই এগিয়ে গিয়েছে। তেলেঙ্গানায়, কংগ্রেস ৭০টি আসনে BRS ৩৮টি আসনে, বিজেপি এবং জোট ৮টি আসনে এবং AIMIM ৩টি আসনে এগিয়ে রয়েছে।
মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট। রাজস্থান প্রবণতা ইতিমধ্যে ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। যেখানে মধ্যপ্রদেশে বিজেপি ১৫৭ টি আসনে এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত এখনও পর্যন্ত রাজস্থানে বিজেপির দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে তাঁর দল রাজ্যের দুই-তৃতীয়াংশ আসন জিততে চলেছে।একই সঙ্গে, ছত্তিশগড়ের বিজেপির সাফল্য দেখে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বলেছেন, রাজ্যে বিজেপির এই পারফরম্যান্সের সবচেয়ে বড় কারণ হল ছত্তিশগড়ের প্রতি মানুষের মনে কংগ্রেসের প্রতি ক্ষোভ। বিজেপি ছত্তিশগড়ে ৫৪ টি আসনে এগিয়ে রয়েছে।