Modi to take oath for 3rd time: তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যা ৬ টায় টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ নেবেন। জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সংসদীয় বৈঠকের আগে বিজেপি নেতা প্রহ্লাদ জোশী এই তথ্য জানিয়েছেন।
এনডিএ-র নবনির্বাচিত সাংসদরা মন্ত্রিসভা গঠনের জন্য ফর্মুলা তৈরি করতে আজই দিল্লিতে এক বৈঠকে বসছেন। মোদী, টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডি (ইউ) নেতা নীতীশ কুমার সহ এনডিএ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন বলেই জানা গিয়েছে।
এদিকে, গতকাল একটি প্রেস কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী এক্সিট পোলের পরে শেয়ারের দামের আকস্মিক ঊর্ধ্বগতি এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরই আকস্মিক পতনের বিষয়ে জেপিসি তদন্ত চেয়েছেন। এটিকে ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে "সবচেয়ে বড় কেলেঙ্কারি" বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন : < Rahul Gandhi: বিরাট স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন মঞ্জুর কংগ্রেস নেতার >
লোকসভা নির্বাচনের ফলাফল অনুসারে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ২৯৩ টি আসন জিতেছে। যেখানে বিরোধী ইণ্ডিয়া জোট ২৩৪ টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে বিজেপি একা পেয়েছে ২৪০টি আসন। কংগ্রেস বৃহস্পতিবার রাতে সংখ্যা ১০০-ছুঁয়েছে।