Advertisment

Electoral Bonds Data: উনিশের ভোটে কয়েক হাজার কোটি ঢোকে বিজেপির ঘরে, ২৭ শতাংশই কলকাতা থেকে

Electoral Bonds Data: ২০১৮ মার্চ থেকে ২০১৯ মে পর্যন্ত বিজেপির মোট সংগ্রহের ২৭ শতাংশ এসেছে কলকাতা থেকে। বাংলায় সেবার ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Electoral bonds data, BJP

বিজেপি গত ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত অর্থাৎ গত লোকসভা নির্বাচনের সময় প্রায় ৩,৯৪১.৫৭ কোটি টাকার বন্ড ভাঙিয়েছে।

Electoral Bonds: সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচনী বন্ড নিয়ে তথ্য প্রকাশ্যে এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। তাতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তথ্যে জানা গিয়েছে, বিজেপি গত ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত অর্থাৎ গত লোকসভা নির্বাচনের সময় প্রায় ৩,৯৪১.৫৭ কোটি টাকার বন্ড ভাঙিয়েছে। যার মধ্যে ৭৭.৪ শতাংশ (৩,০৫০.১১ কোটি টাকা) ২০১৯ সালের মার্চ-এপ্রিল এবং মে মাসে খরচ হয়েছে। অর্থাৎ গত লোকসভা নির্বাচনের প্রচারে খরচ করা হয়েছে বলেই খবর।

Advertisment

গত ২০১৯ সালে ১০ মার্চ লোকসভা নির্বাচন ঘোষণা করা হয়েছিল এবং ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছিল ২৩ মে। এখনও পর্যন্ত মোট ৮,৪৫১.৪১ কোটি টাকার বন্ড ভাঙিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমে বিধানসভা নির্বাচন হয়েছিল। নির্বাচনী বন্ডের তথ্য অনুযায়ী, গোটা দেশ থেকে চাঁদা ঢুকেছে বিজেপির ঘরে। তার মধ্যে মুম্বই থেকে ১,৪৯৩.২১ কোটি, কলকাতা থেকে ১,০৬৮.৯১ কোটি এবং দিল্লি থেকে ৬৬৬.০৮ কোটি টাকা এসেছে।

গত ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরামে বিধানসভা নির্বাচন হয়েছিল। বিজেপি সেবার মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান পরাজিত হয়েছিল। তবে মধ্যপ্রদেশে সরকার গঠন করে বিজেপি কংগ্রেস ভেঙে যাওয়ার ফলে।

আরও পড়ুন Electoral bonds: ‘নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য SBI-কে দিতে হবে’ কড়া ‘ধমক’ শীর্ষ আদালতের

সেবারের বন্ডের তথ্য অনুযায়ী, বিজেপি ৩৩০.৪১ কোটি টাকা পেয়েছিল। তার মধ্যে ২০১৯ সালে জানুয়ারি মাসে দল ১৭৩ কোটি টাকা ভাঙিয়েছিল। সেবছর মার্চে নির্বাচন ঘোষণা করার পর, লোকসভা নির্বাচনের আগে আগে বিজেপি ৭৬৯.৪৮ কোটি টাকার বন্ড ভাঙিয়েছিল। এপ্রিলে ভোটগ্রহণ শুরু হয় এবং বিজেপির বন্ড ভাঙানোর অঙ্ক ১,৫৭২,৯৩ কোটি ও মে মাসে দল ৭০৭.৭০ কোটি টাকা ভাঙিয়েছিল।

এটাও জানা যাচ্ছে, ২০১৮ মার্চ থেকে ২০১৯ মে পর্যন্ত বিজেপির মোট সংগ্রহের ২৭ শতাংশ এসেছে কলকাতা থেকে। বাংলায় সেবার ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি।

sbi Supreme Court of India bjp Electoral Bond loksabha election 2024
Advertisment