Advertisment

Electoral bond: 'সুপ্রিম' তিরস্কারের প্রভাব, নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত বিবরণ পেশ করেছে SBI

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনিক নম্বর সহ নির্বাচনী বন্ডের সমস্ত বিবরণ নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
EC Lok Sabha polls 2024

নির্বাচন কমিশন গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবদের স্থানান্তরের কয়েকদিন পর সর্বশেষ বদলির আদেশ এসেছে। (এক্সপ্রেস আর্কাইভস)

'সুপ্রিম' তিরস্কারের প্রভাব, SBI অবশেষে নির্বাচনী বন্ডের সমস্ত বিবরণ দিয়েছে।

Advertisment

নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই হলফনামা পেশ করেছে। সেখানে বলা হয়েছে নির্বাচনী বন্ড সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।

নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই হলফনামা পেশ করেছে। সেখানে বলা হয়েছে এখন এসবিআইয়ের কাছে বন্ড সংক্রান্ত আর কোন তথ্য নেই। সব তথ্যই নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

নির্বাচনী বন্ড মামলায় বৃহস্পতিবার (২১ মার্চ) সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান। হলফনামায় বলা হয়েছে, নির্বাচনী বন্ড মামলায় ১৮ মার্চ দেওয়া আদালতের নির্দেশ অনুসরণ করা হয়েছে। কেনা এবং সেই সঙ্গে যে পরিমাণ বণ্ড নগদ করা হয়েছে নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনকে পেশ করা হয়েছে।

আরও পড়ুন : < Giorgia Meloni Deep-Fake Video: Deep-fake পর্নভিডিওতে প্রধানমন্ত্রীর মুখ! লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি >

হলফনামায় আরও বলা হয়েছে, সব বন্ডের ইউনিক নম্বরও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট SBI-কে হলফনামা দাখিলের জন্য ২১ শে মার্চ বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল। ১৮ ই মার্চ, সুপ্রিম কোর্ট SBI-কে তার হাতে থাকা নির্বাচনী বন্ডের সমস্ত বিবরণ প্রকাশ করতে বলেছিল।

ব্যাঙ্কের চেয়ারম্যান সুপ্রিম কোর্টকে বলেছেন যে এখন তাঁর কাছে কেওয়াইসি বিবরণ এবং সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ছাড়া নির্বাচনী বন্ড সম্পর্কিত অন্য কোনও তথ্য নেই।

sbi Electoral Bond
Advertisment