Advertisment

Lok Sabha Election 2019: শর্তাধীন মুক্তিতে অভিযুক্তের নির্বাচনী কার্যকলাপে যুক্ত হওয়ায় নিষেধাজ্ঞা কমিশনের

সম্প্রতি নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে জানিয়েছে, অভিযুক্তকে প্যারোলে মুক্ত করতে হলে আদর্শ নির্বাচনবিধি মেনেই তা করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশ জুড়ে ভোট চলাকালীন কারাবাসপ্রাপ্ত অভিযুক্তদের একমাত্র আপতকালীন পরিস্থিতিতেই প্যারোলে অর্থাৎ শর্তাধীন মুক্তি দেওয়া যাবে, রাজ্যকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে রাজ্যকে সুনিশ্চিত করতে হবে, অভিযুক্ত কোনোরকম নির্বাচনী কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে না।

Advertisment

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ড্রাগ পাচারকারী অভিযুক্তদের ক্ষেত্রে নির্বাচন চলাকালীন প্যারোলে মুক্তি একেবারে নিষিদ্ধ। বিশেষ পরিস্থিতিতে একান্তই যদি শর্তাধীন মুক্তি প্রয়োজনীয় হয়ে পড়ে, আগে থেকে তা এনসিবি (নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো) এবং পুলিশকে জানিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: নির্বাচনী বন্ডে স্থগিতাদেশ খারিজ, রাজনৈতিক দলগুলির আয়ের বিবরণ জমা দিতে হবে কমিশনে

সম্প্রতি নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে জানিয়েছে, অভিযুক্তকে প্যারোলে মুক্ত করতে হলে আদর্শ নির্বাচন বিধি মেনেই তা করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারকে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে আলোচনা করে তবেই মুক্তির সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শর্তাধীন মুক্তি পাওয়া অভিযুক্ত যদি নির্বাচনী কার্যকলাপের সঙ্গে যুক্ত অবস্থায় ধরা পড়ে, তৎক্ষণাৎ তার প্যারোল বাতিল করার কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে প্যারোলে কোনও অভিযুক্তকে মুক্তি দেওয়া হলে সে বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের পরিদর্শককে অবগত রাখতে হবে জেলার নির্বাচনী আধিকারিককে।

প্রসঙ্গত, দেশ জুড়ে সাত দফায় ১৭ তম সাধারণ নির্বাচন শুরু হয়েছে ১১ এপ্রিল থেকে। চলবে আগামী ১৯ মে পর্যন্ত।

Read the full story in English

General Election 2019 election commission
Advertisment