Advertisment

Exit Poll 2024: এক্সিট পোলের সমীক্ষা রিপোর্ট সামনে আসতেই দলের অন্দরে হুলস্থূল, লোকসভা প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক

এক্সিট পোলের সমীক্ষা রিপোর্ট সামনে আসার পড়ই আলোড়ন পড়ে গিয়েছে কংগ্রেসের অভ্যন্তরে।

author-image
IE Bangla Web Desk
New Update
The exit polls streamed in Saturday night, with all major surveys projecting the BJP-led NDA’s resounding victory in the 2024 Lok Sabha elections.

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর দুর্দান্ত জয়ের প্রক্ষেপণ করে সমস্ত বড় সমীক্ষার সাথে শনিবার রাতে প্রস্থান পোলগুলি প্রবাহিত হয়েছিল।

Congress meeting on exit poll 2024: ২০২৪-এর সালের লোকসভা নির্বাচনের সাত দফায় ভোটপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের এক্সিট পোলের ফলাফলও সামনে এসেছে। বেশিরভাগ এক্সিট পোলের সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিতে সরকার গঠন করতে চলেছে। একদিকে এক্সিট পোলের রিপোর্ট সামনে আসার পর মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রবিবার আগামী ১০০ দিনের এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন।

Advertisment

বিজেপি নেতা-কর্মীদের মধ্যে এক্সিট পোলের সমীক্ষা ঘিরে খুশির হাওয়া । অন্যদিকে এক্সিট পোলের সমীক্ষা রিপোর্ট সামনে আসার পরই আলোড়ন পড়ে গিয়েছে কংগ্রেসের অভ্যন্তরে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী সহ সিনিয়ার নেতা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের সকল লোকসভা প্রার্থীদের সঙ্গে এক বৈঠক করেন।

আরও পড়ুন - < Modi On Exit Poll: ‘অ্যাকশনে মোদী’! তৃতীয় মেয়াদে ১০০ দিনের এজেন্ডা নিয়ে ডাকলেন জরুরি বৈঠক >

দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করতে চলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি আজ লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে ভাষণ দেবেন। কংগ্রেস সদর দফতরে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হবে। যদিও কংগ্রেস বুথ ফেরত সমীক্ষার পরিসংখ্যান অস্বীকার করেছে এবং ইণ্ডিয়া জোট ২৯৫ আসন পাবে বলেই দাবি করেছে।

CONGRESS Exit Poll loksabha election 2024
Advertisment