১৭ তম সাধারণ নির্বাচনের সপ্তম তথা শেষ দফার নির্বাচন শেষ হল ১৯ মে বিকেল ৬ টায়। শেষ দফার নির্বাচনের পরে পরেই প্রকাশ্যে এল বিভিন্ন সংস্থার এক্সিট পোল। আসন ভিত্তিক হিসেবের তারতম্য থাকলেও প্রত্যেক এক্সিট পোলই বলছে বিপুল সংখ্যক ভোটে জিতে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এনডিএ সরকার। ২৮৭-৩৬৫ টির মধ্যে আসন পাওয়ার সম্ভাবনার কথা বলছে প্রতিটি এক্সিট পোল, যা কিনা ম্যাজিক ফিগার ২৭২-এর অনেকটাই বেশি।
Advertisment
শুধুমাত্র দুটি সংস্থার সমীক্ষা বলছে ২০১৪-এর মতোই বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারবে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং নিউজ ১৮-আইপিএসওএস এই বিজেপির সম্ভাব্য আসন নিয়ে দুই সংস্থার অনুমান যথাক্রমে ২৮৬ এবং ২৭৬।
নিউজ এক্স-নেটা (২৪২) এবং এবিপি নিউজ-নিয়েলসেন (২৬৭) -এর সমীক্ষা বলেছে এনডিএ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসতে পারবে না। ২০১৪ তে ৪৪ টি আসন পাওয়া কংগ্রেসের ঝোলায় এবার ১০০টির আসন থাকবে না, অনুমান বেশিরভাগ এক্সিট পোলের। নিউজ ১৮-আইপিএসওএস -এর অনুমান কংগ্রেস ৪৬টি আসন পাবে।
সমস্ত এক্সিট পোলই বলছে হিন্দি বলয়ে বিজেপিই এগিয়ে থাকবে। কর্ণাটক ছাড়া সমগ্র দক্ষিণ ভারতে বিজেপি তেমন সুবিধে করতে পারবে না বলেই দাবি করছে প্রায় প্রত্যেক এক্সিট পোল।
পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে সপা-বসপা জোট ৮০ টি আসন পেতে পারে বলে দাবি অধিকাংশ এক্সিট পোলের। সেক্ষেত্রে সে রাজ্যে বিজেপির আসন অনেকটাই কমে যাবে। পশ্চিমবঙ্গেও বিজেপির উত্থানের সম্ভাবনা প্রবল। তবে কোনও সংস্থা বলছে বাংলায় বিজেপি পাবে মাত্র ৪ টি আসন, কেউ আবার বলছে ২২ টি।