লোকসভা ভোটের মাঝেই বিরাট জয়! সুপ্রিম কোর্ট থেকে গতকালই অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিহাড় জেল থেকে বেরিয়েই স্বৈরতন্ত্রকে উৎখাতের ডাক দিয়ে নিজস্ব ভঙ্গিতে গর্জে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে আজ থেকে প্রচারে নামবেন অরবিন্দ কেজরিওয়াল। আজ তিনি হনুমান মন্দিরে পুজো দিয়ে সন্ধ্যার পর দিল্লিতে রোড শো করবেন।
লোকসভা নির্বাচনের মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ১লা জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এমন পরিস্থিতিতে দিল্লিতে বিরোধী জোটের হয়ে জোর প্রচার চালাবেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পর আজ থেকে আগামী ২০ দিন লাগাতার প্রচারে দেখা যাবে। জেল থেকে মুক্তি পেয়েই আপ সুপ্রিমো বলেছিলেন যে শনিবার সকালে তিনি প্রথমে হনুমান মন্দিরে পুজো দেবেন। এর পর সন্ধ্যায় পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে একটি রোড শো করবেন । এসময় তার সঙ্গে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।
আজ সারাদিন কী করবেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল?
সিএম কেজরিওয়াল আজ সকালেই এক্স-এ একটি পোস্টে তাঁর আজকের সারাদিনের দিনের কর্মসূচি সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, 'হনুমানজির আশীর্বাদ, কোটি মানুষের প্রার্থনা এবং সুপ্রিম কোর্টের বিচারকদের ন্যায়বিচার নিয়ে আমি আপনাদের সবার মাঝে ফিরে আসতে পেরে খুবই আনন্দিত।' তিনি আরও জানিয়েছেন যে তিনি সকাল ১১টায় কনট প্লেসের হনুমান মন্দিরে যাবেন। এরপর দুপুর ১টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। বিকাল ৪টে নাগাদ রোড শো করবেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন। এ নিয়ে দীর্ঘ বিতর্ক হয়। একদিকে, যেখানে ইডি আইনজীবীরা তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে কেজরিওয়ালের জামিনের বিরোধীতা করেন। অন্যদিকে, কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভিও মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পক্ষে স্বপক্ষে যুক্তি দিয়েছেন। দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট ৭ই মে তার রায় সংরক্ষণ করে। শুক্রবার রায় দেওয়ার সময়, সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিনে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। এরপর গতকাল সন্ধ্যায় জেল থেকে মুক্তি পান তিনি। ১ জুন পর্যন্ত বাইরে থাকবেন কেজরিওয়াল। এরপর ২ জুন আত্মসমর্পণ করতে হবে তাঁকে।