Advertisment

Former IAF Chief Joins BJP: কমল কাননে প্রাক্তন বায়ুসেনা প্রধান, লড়বেন কোন আসনে?

ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে তিনিই ছিলেন মূল কাণ্ডারি।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP,Lok Sabha Election,Lok Sabha Election 2024,RKS Bhadauria, Former IAF Chief RKS Bhadauria, RKS Bhadauria Joins BJP, Former IAF Chief RKS Bhadauria, Former IAF Chief RKS Bhadauria Joins BJP, Former IAF Chief RKS Bhadauria Joins BJP News, Lok Sabha Election 2024, Who is RKS Bhadauria, Who is IAF Chief RKS Bhadauria, Rafale Jet, RKS Bhadauria Rafale Jet

প্রাক্তন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া বিজেপিতে যোগ দিয়েছেন।

লোকসভা ভোটের প্রাক্কালে ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া যোগ দিলেন বিজেপিতে। কোন আসন থেকে লড়বেন নির্বাচনে? তা নিয়ে তুঙ্গে চর্চা।

Advertisment

প্রাক্তন বায়ুসেনা প্রধান তথা রাফাল চুক্তির অন্যতম কাণ্ডারি আরকেএস ভাদুরিয়া বিজেপিতে যোগ দিয়েছেন। দেশে রাফালে জেট আনতে এক সময় তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন।

লোকসভা নির্বাচনের ঠিক আগে, প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) আরকেএস ভাদুরিয়া বিজেপিতে যোগ দিয়েছেন। প্রাক্তন বায়ুসেনা প্রধান রবিবার (২৪ মার্চ) দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু হতে চলেছে ১৯ এপ্রিল থেকে, আর ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।

আরকেএস ভাদুরিয়া ২০২১ সালের সেপ্টেম্বরে বায়ুসেনা প্রধানের পদ থেকে অবসর নেন। ৩০ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত দেশের বায়ুসেনা প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি। ভারতে রাফালে জেট আনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন যে দল বিমানের জন্য ফ্রান্সের সঙ্গে আলোচনা করছিল।

মিডিয়া রিপোর্ট অনুসারে বিজেপি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ লোকসভা আসন থেকে প্রাক্তন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়াকে টিকিট দিতে পারে। বর্তমানে এই আসন থেকে বিজেপির সাংসদ জেনারেল ভি কে সিং। ২০১৪ এবং ২০১৯ সালে এই আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। এখনও পর্যন্ত বিজেপির প্রকাশিত চারটি তালিকায় গাজিয়াবাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এমন পরিস্থিতিতে আরকেএস ভাদুরিয়াকে এই আসন থেকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা চলছে।

বিজেপিতে যোগদানের পর, এয়ার চিফ মার্শাল (অব.) আরকেএস ভাদুরিয়া বলেছিলেন, "আমি আবারও দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমাকে দেশ গঠনে অবদান রাখার সুযোগ দেওয়ার জন্য। আমি চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বিমানবাহিনীর সেবা করেছি।" তিনি আরও বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী, আধুনিকীকরণ এবং তাদের স্বনির্ভর করার জন্য এই সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। সরকারের গৃহীত পদক্ষেপগুলি সুরক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্তরে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।"

ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার জন্য ভারত একটি দল গঠন করেছিল। এই দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান। ভাদুরিয়ার নেতৃত্বে অনেক বাধা অতিক্রম করে ভারত ও ফ্রান্সের মধ্যে রাফালে বিমানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিমানের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১৬-এর সেপ্টেম্বরে।

loksabha election 2024
Advertisment