/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/pranab-mukherjee.jpg)
একদিন পরেই অন্য কথা প্রণবের মুখে
২০১৯-এর লোকসভা ভোট যথার্থ ভাবে সম্পাদনার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করার পর দিন প্রণব মুখোপাধ্যায় ইভিএমে কারচুপি নিয়ে শঙ্কা প্রকাশ করলেন।
এক বিবৃতিতে প্রণব বলেছেন, "ভোটারদের মত নিয়ে কারচুপি করার ব্যাপারে যেসব অভিযোগ এসেছে তা নিয়ে আমি চিন্তিত। ইভিএমের নিরাপত্তা ও সুরক্ষার দায় নির্বাচন কমিশনের।"
Please read my statement below.#CitizenMukherjeepic.twitter.com/UFXkbv06Ol
— Pranab Mukherjee (@CitiznMukherjee) May 21, 2019
বিরোধীরা যখন নির্বাচন কমিশনের বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে মুখর, সে সময়ে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দায় নির্বাচন কমিশনের উপর বর্তায় বলে মন্তব্য করেছেন প্রণব।
"আমাদের গণতন্ত্রের ভিত্তি যেখানে সেখানে কোনও রকম জল্পনার অবকাশ থাকতে পারে না। জনাদেশ হল পবিত্র এবং তার অবস্থান বিন্দুমাত্র সন্দেহের ঊর্ধ্বে। দেশের প্রতিষ্ঠানের প্রতি দৃঢবিশ্বাসী একজন হিসেবে আমার মত হল, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কী ভাবে কাজ করবে তা নির্ভর করে 'কারিগর'দের উপর।"
Read the Full Story in English