বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাদের 'সুরক্ষিত' রাখতে শুভেন্দু অধিকারির পর মুকুল রায়ের নিরাপত্তা বাড়াল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নিরাপত্তা বাড়িয়ে তাঁকেও এবার থেকে Z শ্রেণির নিরাপত্তা দেওয়া হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাঠানো চিঠির নির্দেশ অনুসারে বৃহস্পতিবার থেকেই জেড শ্রেণির নিরাপত্তা পাবেন মুকুল। দীর্ঘ ২০ বছর পর এবারই ভোটের ময়দানে লড়ছেন মুকুল রায়। শেষবার ভোটে দাঁড়িয়েছিলেন ২০০১ সালে। কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে লড়বেন তিনি। তাঁর মূল প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।
আরও পড়ুন, ‘অফিসার বদল যতই করো, মাইনে তোমার ৪১২’, IAS-IPS রদবদলে কমিশনকে তোপ মমতার
সূত্রের খবর, প্রচারে মুকুল রায়ের ওপর হামলার আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেই কারণেই বাড়ানো হচ্ছে তাঁর নিরাপত্তা। বিজেপিতে যোগদান করেই অনেক নেতারা আধাসামরিক বাহিনীর নিরাপত্তা পেয়েছেন। বিজেপিতে যোগ দিয়েই জেড শ্রেণির নিরাপত্তা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী।
বাংলায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর কমিশন ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে বাংলায়। অশান্তি এড়াতেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার অর্থাৎ ২৭ মার্চ শুরু হচ্ছে প্রথম দফার ভোট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন