/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/page-1-1.jpg)
কোন কোন কেন্দ্রে দাঁড়িয়েছেন বাংলার হেভিওয়েট প্রার্থীরা
West Bengal Parliamentary Constituencies List: হাতে আর মাত্র দু'দিন, তারপরই তাঁদের ভাগ্যপরীক্ষা। এক মাসেরও বেশি সময় ধরে ওঁরা লড়াই চালিয়ে গিয়েছেন। রাজপথ থেকে অলিগলি, জনসংযোগে কেউই খামতি রাখেননি। চাঁদিফাটা রোড উপেক্ষা করেই মিটিং-মিছিলে গলা হাঁকিয়েছেন ওঁরা। প্রতিপক্ষকে টেক্কা দিতে নিয়েছেন নানান প্রচার কৌশল। যুদ্ধ শেষে এখন ফলাফলের দিকে তাকিয়ে উনিশের ভোটযুদ্ধের সেই যোদ্ধারা। লোকসভা নির্বাচন ঘিরে সরগরম ছিল বাংলার ৪২ কেন্দ্র। ৭ দফায় এবার ‘নজিরবিহীন’ ভাবে বাংলায় ভোটগ্রহণ হয়েছে। সব দফাতেই রাজনৈতিক উত্তাপে অশান্ত হয়েছে বঙ্গভূমি। ফল ঘোষণার আগে একনজরে জেনে নিন বাংলার ৪২ কেন্দ্র ও সব দলের প্রার্থীদের নাম।
Coochbehar Lok Sabha Constituency, কোচবিহার লোকসভা কেন্দ্র
কোচবিহার কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছেন- নিশীথ প্রামাণিক, তৃণমূলের হয়ে লড়েছেন পরেশ চন্দ্র অধিকারী, কংগ্রেসের প্রার্থী প্রিয়া রায় চৌধুরী। সিপিএম এই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি।
Alipurduars Lok Sabha Constituency, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র
আলিপুরদুয়ারে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন মোহনলাল বাসুমাতা, বিজেপির প্রার্থী জন বার্লা, তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন দশরথ তিরকে।
Jalpaiguri Lok Sabha Constituency, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র
জলপাইগুড়িতে বিজেপির হয়ে লড়াই করছেন ডাঃ জয়ন্ত রায়, কংগ্রেসের প্রার্থী মনি কুমার দরনাল, তৃণমূলের হয়ে লড়েছেন বিজয় চন্দ্র বর্মন, সিপিএমের হয়ে দাঁড়িয়েছিলেন ভগীরথ রায়।
Darjeeling Lok Sabha Constituency, দার্জিলিং লোকসভা কেন্দ্র
দার্জিলিঙে পদ্ম পতাকা হাতে ভোট ময়দানে নেমেছেন রাজু সিং বিস্ত। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অমর সিং রাই, কংগ্রেসের হয়ে লড়াই করেছেন শঙ্কর মালাকার এবং বাম প্রার্থী সমন পাঠক।
Raiganj Lok Sabha Constituency, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র
রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী, তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সী এবং সিপিএম-এর মহঃ সেলিম।
Balurghat Lok Sabha Constituency, বালুরঘাট লোকসভা কেন্দ্র
বালুরঘাটে বিজেপির হয়ে লড়াই করেছেন ডাঃ সুকান্ত মজুমদার, তৃণমূলের হয়ে লড়েছেন অর্পিতা ঘোষ, কংগ্রেসের প্রার্থী সাধিক সরকার।
Maldaha Uttar Lok Sabha Constituency, মালদা উত্তর লোকসভা কেন্দ্র
মালদা উত্তরে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন খগেন মুর্মূ, তৃণমূলের হয়ে লড়াই করেছেন মৌসম বেনজির নূর, কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন ইশা খান চৌধুরী, সিপিএমের হয়ে লড়াই করেছেন বিশ্বনাথ ঘোষ।
Maldaha Dakshin Lok Sabha Constituency, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র
মালদা দক্ষিণে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন শ্রীমতি শ্রীরূপা মিত্র চৌধুরী, তৃণমূলের হয়ে লড়েছেন ড. মোয়াজ্জিম হোসেন, কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী।
JangipurLok Sabha Constituency, জঙ্গিপুর লোকসভা কেন্দ্র
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন মাফুজা খাতুন, তৃণমূলের টিকিটে লড়েছেন খলিলুর রহমান, কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্য়ায় এবং বামেদের জুলফিকর আলি।
Murshidabad Lok Sabha Constituency, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র
মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির তরফে রয়েছেন হুমায়ুন কবীর, তৃণমূলের হয়ে লড়েছেন আবু তাহের খান, কংগ্রেসের হয়ে লড়ছেন আবু হেনা এবং বাম প্রার্থী বদরুদোজ্জা খান।
BerhampurLok Sabha Constituency, বহরমপুর লোকসভা কেন্দ্র
বহরমপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী কৃষ্ণা জোয়ারদার আর্য , তৃণমূলের হয়ে লড়েছেন অপূর্ব সরকার, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, বামেরা এই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি।
KrishnanagarLok Sabha Constituency, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র
কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র, কংগ্রসের হয়ে লড়াই করেছেন ইন্তাজ আলি শাহ, সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন ডাঃ শান্তনু ঝা।
RanaghatLok Sabha Constituency, রানাঘাট লোকসভা কেন্দ্র
রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ মুকুটমণি অধিকারী, তৃণমূলের হয়ে লড়েছেন রূপালি বিশ্বাস, কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করেছেন মিনতি বিশ্বাস। রানাঘাটে বামেরা কোনও প্রার্থী দেয়নি।
Bardhaman PurbaLok Sabha Constituency, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র
বর্ধমান পূর্বে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন পরেশ চন্দ্র দাস, তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে সুনীল কুমার মণ্ডল, সিদ্ধার্থ মজুমদার দাঁড়িয়েছেন কংগ্রেসের হয়ে, বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস।
Burdwan - DurgapurLok Sabha Constituency, বর্ধমান-দূর্গাপূর লোকসভা কেন্দ্র
বর্ধমান-দূর্গাপূরের বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া, তৃণমূলের মমতাজ সংঘমিতা, কংগ্রেসের হয়ে রণজিৎ মুখোপাধ্য়ায়, বাম প্রার্থী আভাস রায় চৌধুরী।
AsansolLok Sabha Constituency, আসানসোল লোকসভা কেন্দ্র
আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়, তৃণমূলের হয়ে লড়েছেন মুনমুন সেন, কংগ্রেসের হয়ে বিশ্বরূপ মণ্ডল, বাম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্য়ায়।
BolpurLok Sabha Constituency, বোলপুর লোকসভা কেন্দ্র
বোলপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী রাম প্রসাদ দাস, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল, কংগ্রেসের হয়ে লড়াই করেছেন অভিজিৎ সাহা, বাম প্রার্থী রামচন্দ্র ডোম।
BirbhumLok Sabha Constituency, বীরভূম লোকসভা কেন্দ্র
বীরভূম কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করেছেন দুধকুমার মণ্ডল, তৃণমূলের পতাকা হাতে লড়াই করেছেন শতাব্দী রায়, কংগ্রেসের হয়ে ইমাম হোসেন, বাম প্রার্থী রেজাউল করিম।
BangaonLok Sabha Constituency, বনগাঁ লোকসভা কেন্দ্র
বনগাঁ কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন শান্তনু ঠাকুর, তৃণমূলের হয়ে লড়েছেন মমতাবালা ঠাকুর, কংগ্রেসের হয়ে লড়েছেন সৌরভ প্রসাদ, বাম প্রার্থী অলোকেশ দাস।
BarrackporeLok Sabha Constituency, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র
ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তৃণমূলের দীনেশ ত্রিবেদী। বামেরা কোনও প্রার্থী দেয়নি।
HowrahLok Sabha Constituency, হাওড়া লোকসভা কেন্দ্র
হাওড়াতে বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত, তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়, কংগ্রেসের শুভ্রা ঘোষ, বামেদের সুমিত্র অধিকারী।
UluberiaLok Sabha Constituency, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র
উলুবেড়িয়ায় বিজেপির হয়ে দাঁড়িয়েছেন জয় বন্দ্য়োপাধ্য়ায়, তৃণমূলের হয়ে সাজদা আহমেদ, কংগ্রেসের হয়ে লড়েছেন সোমা রানীশ্রী রায়, বাম প্রার্থী ডাঃ মাকসুদা খাতুন।
SrerampurLok Sabha Constituency, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র
শ্রীরামপুরে বিজেপির হয়ে লড়াই করেছেন দেবজিৎ সরকার, তৃণমূল প্রার্থী কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়, কংগ্রেসের দেবব্রত বিশ্বাস, বামপ্রার্থী তীর্থঙ্কর রায়।
HooghlyLok Sabha Constituency, হুগলি লোকসভা কেন্দ্র
হুগলিতে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্য়ায়, তৃণমূলের রত্না দে নাগ, কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন প্রতুল সাহা।
ArambagLok Sabha Constituency, আরামবাগ লোকসভা কেন্দ্র
আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন রায়, তৃণমূলের অপরূপা পোদ্দার, কংগ্রেসের প্রার্থী জ্যোতি দাস এবং বামেদের শক্তি মোহন মালিক।
TamlukLok Sabha Constituency, তমলুক লোকসভা কেন্দ্র
তমলুকে সিদ্ধার্থ নস্কর প্রার্থী হয়েছেন বিজেপির তরফে, তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু অধিকারী, কংগ্রেসের হয়ে লক্ষ্মণ শেঠ , বামেদের প্রার্থী শেখ ইব্রাহিম আলি।
KanthiLok Sabha Constituency, কাঁথি লোকসভা কেন্দ্র
কাঁথি লোকসভা কেন্দ্রের থেকে দেবাশিস সামন্ত লড়াই করেছেন বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে শিশির অধিকারী, কংগ্রেসের হয়ে দীপক কুমার দাস এবং বাম প্রার্থী পরিতোষ পট্টনায়ক।
GhatalLok Sabha Constituency, ঘাটাল লোকসভা কেন্দ্র
ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেছেন ভারতী ঘোষ, তৃণমূলের হয়ে দীপক অধিকারী(দেব), কংগ্রেসের হয়ে মহঃ সইফুল্লা।
JhargramLok Sabha Constituency, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র
ঝাড়গ্রাম কেন্দ্র থেকে কুনার হেমব্রম লড়াই করেছেন বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে বীরবাহা সোরেন, কংগ্রেসের হয়ে যজ্ঞেশ্বর হেমব্রম এবং বাম প্রার্থী দেবলীনা হেমব্রম।
MedinipurLok Sabha Constituency, মেদিনীপুর লোকসভা কেন্দ্র
মেদিনীপুর থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তৃণমূলের হয়ে লড়াই করেছেন মানস ভূঁইয়া, কংগ্রেসের হয়ে শম্ভুনাথ চট্টোপাধ্য়ায়।
PuruliaLok Sabha Constituency, পুরুলিয়া লোকসভা কেন্দ্
পুরুলিয়া কেন্দ্রে লড়াই করেছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাত, তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন মৃগাঙ্ক মাহাত, কংগ্রেসের হয়ে নেপাল মাহাত লড়াই করেছেন।
BankuraLok Sabha Constituency, বাঁকুড়া লোকসভা কেন্দ্র
বাঁকুড়া থেকে লড়াই করেছেন বিজেপির সুভাষ সরকার, তৃণমূল কংগ্রেসের হয়ে সুব্রত মুখোপাধ্য়ায়, বাম প্রার্থী অমিয় পাত্র।
Bishnupur Lok Sabha Constituency, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র
বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ বিজেপির তরফে দাঁড়িয়েছেন, তৃণমূলের তরফে লড়াই করেছেন শ্যামল সাঁতরা, কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন নারায়ণ চন্দ্র খাঁ।
Dum DumLok Sabha Constituency, দমদম লোকসভা কেন্দ্র
দমদম কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করেছেন শমীক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের হয়ে সৌগত রায়, কংগ্রেসের তরফে দাঁড়িয়েছেন সৌরভ সাহা এবং সিপিএমের হয়ে লড়াই করেছেন নেপালদেব ভট্টাচার্য।
BarasatLok Sabha Constituency, বারাসাত লোকসভা কেন্দ্র
বারাসত কেন্দ্রে বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ, তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, কংগ্রেসের সুব্রতা দত্ত।
BasirhatLok Sabha Constituency, বসিরহাট লোকসভা কেন্দ্র
বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছে সায়ন্তন বসু, তৃণমূলের হয়ে নুসরত জাহান, কংগ্রেসের হয়ে কাজি আব্দুর রহিম।
JoynagarLok Sabha Constituency, জয়নগর লোকসভা কেন্দ্র
জয়নগর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছেন ডাঃ অশোক কান্ডারী, তৃণমূলের হয়ে প্রতিমা মন্ডল, কংগ্রেসের হয়ে লড়াই করেছেন তপন মণ্ডল।
MathurapurLok Sabha Constituency, মথুরাপুর লোকসভা কেন্দ্র
মথুরাপুরের বিজেপির প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার, তৃণমূলের হয়ে লড়াই করেছেন চৌধুরী মোহন জাটুয়া।
Diamond Harbour Lok Sabha Constituency, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র
ডায়মন্ড হারবারের প্রার্থীরা হলেন, বিজেপির নীলাঞ্জন রায়, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সৌম্য আইচ রায়, সিপিএমের ডাঃ ফুয়াদ হালিম।
Jadavpur Lok Sabha Constituency, যাদবপুর লোকসভা কেন্দ্র
যাদবপুরে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অনুপম হাজরা, তৃণমূলে মিমি চক্রবর্তী, সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
Kolkata Dakshin Lok Sabha Constituency, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র
কলকাতা দক্ষিণে বিজেপির পদপ্রার্থী চন্দ্র কুমার বোস, তৃণমূলের হয়ে মালা রায়, কংগ্রেসের হয়ে মিতা চক্রবর্তী, সিপিএমের হয়ে নন্দিনী মুখোপাধ্য়ায়।
Kolkata UttarLok Sabha Constituency, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র
কলকাতা উত্তরে বিজেপির হয়ে লড়াই করেছেন রাহুল সিনহা, তৃণমূলের হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের তরফে সৈয়দ শাহিদ ইমাম, সিপিএমের হয়ে কনীনিকা ঘোষ বোস।