Advertisment

Gourav Vallabh resigns: 'হিন্দু হয়ে সনাতন বিরোধী স্লোগান দিতে পারব না'…! দলকে নিশানা, কংগ্রেস ছাড়লেন হেভিওয়েট নেতা

লোকসভা নির্বাচনের জোড়া ধাক্কা খেল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
"Gourav Vallabh,Congress,Lok Sabha Elections 2024

লোকসভা নির্বাচনের জোড়া ধাক্কা খেল কংগ্রেস।

প্রথমে কংগ্রেস প্রার্থী, পরে মোদী সরকারের প্রবল সমালোচক, শেষে সেই বক্সারই এবার বিজেপিতে! গতকালই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং। তার পর মাত্র ২৪ ঘন্টা পার হতে না হতেই দল ছাড়লেন দলের সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ।

Advertisment

‘সনাতন বিরোধী স্লোগান দিতে পারব না’! কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গেকে লেখা এক চিঠিতে এমনই উল্লেখ করেছেন গৌরব। পাশাপাশি তিনি যেভাবে দিকশূন্য ভাবে দল ছুটে চলেছে তারও প্রবল সমালোচনা করেছেন।

গৌরব বল্লভ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে লেখা একটি চিঠিতে বলেছেন, "আমি রাজনীতিতে এসেছিলাম মানুষের হয়ে কথা বলতে। কিন্তু দল এখন যেভাবে দিশাহীনভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।” পাশাপাশি তিনি এও বলেছেন, "আমি সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতন বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। তাই আমি কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিছি।”গত বছরের বিধানসভা নির্বাচনে উদয়পুর থেকে কংগ্রেস প্রার্থী করেছিল গৌরব বল্লভ, যেখান থেকে তিনি হেরেছিলেন। এর আগে কংগ্রেস তাকে জামশেদপুর থেকে লোকসভার টিকিটও দিয়েছিল।

publive-image

লোকসভা নির্বাচনের জোড়া ধাক্কা খেল কংগ্রেস। একদিকে সঞ্জয় নিরুপম দল ছেড়েছেন, অন্যদিকে গৌরব বল্লভ কংগ্রেসের সকল পদ থেকে ইস্তফা দিয়েছেন। দল ছাড়ার আগে গৌরব বল্লভ ট্যুইটারে কংগ্রেসের দিশাহীন ভাবে এগিয়ে চলা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, কংগ্রেস দল আজ দিশাহারা হয়ে পড়েছে। তাই তিনি এই দলে আর স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। সে কারণেই তিনি কংগ্রেস ছাড়ছেন।

একই সঙ্গে তিনি বলেছেন, 'অযোধ্যায় রাম মন্দির নিয়ে কংগ্রেসের অবস্থান আমাকে অবাক করেছে। দলের এই অবস্থানে আমাকে খুবই অস্বস্তিতে পডতে হয়েছে। কারণ জন্মসূত্রে আমি একজন হিন্দু এবং পেশায় একজন শিক্ষক। কংগ্রেস ও তার জোটের সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলছেন'।

আরও পড়ুন - Rahul Gandhi: বছরে আয় কোটি টাকার বেশি, তাও রাহুলের নেই নিজস্ব বাড়ি-গাড়ি, জানেন মোট সম্পত্তির পরিমাণ?

CONGRESS loksabha election 2024
Advertisment