Advertisment

Lok Sabha Election 2024: মণিপুরে ধুন্ধুমার, প্রথম দফার ভোটে চলল গুলি, ভাঙচুর করা হল ইভিএম মেশিন, একাধিক অভিযোগ কমিশনে

প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত হিংসা, মণিপুরে চলল গুলি। ভাঙচুর করা হল ইভিএম মেশিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Manipur violence

মণিপুরের ইম্ফল পশ্চিমে একটি ভোটকেন্দ্রে সহিংসতার দৃশ্যগুলি রিপোর্ট করা হয়েছে৷ (পিটিআই)

Lok Sabha Election 2024 Live Updates, Phase 1 Voting Today: প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত হিংসা, মণিপুরে চলল গুলি। ভাঙচুর করা হল ইভিএম মেশিন। কড়া নিরাপত্তার মধ্যে, ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১০২ টি লোকসভা আসনের জন্য ২৪-এর লোকসভা নির্বাচনের প্রথম পর্ব সকাল ৭ টায় শুরু হয়। প্রথম দফার ভোটে নজরে ছিল হিংসা কবলিত মণিপুর। বেলা বাড়তেই রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisment

মণিপুরে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণে হিংসার একাধিক ঘটনা সামনে এলেও রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটের সময় শুক্রবার উত্তর পূর্ব মণিপুরের মইরাং-এ বিশৃঙ্খলা দেখা দেয়। মইরাং বিধানসভা কেন্দ্রের থামনপোকপিতে একটি ভোট কেন্দ্রের কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শুনে ভোটাররা প্রাণভয়ে পালিয়ে যান। তবে এই গুলি চালনার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিওও ভাইরাল হয়। যাতে ভোটারদের প্রাণহাতে দৌড়ে ভোটগ্রহণ কেন্দ্র থেকে পালিয়ে যেতে দেখা যায়।

ইম্ফল পূর্ব ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা!
এর আগে ইম্ফল পূর্বের খংমানে একটি ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটে। সূত্রের খবর সশস্ত্র কিছু দূষ্কৃতি ভোটকেন্দ্রে ঢুকে ইভিএম মেশিন ভাংচুর করে। হামলায় আহত হয়েছেন তিনজন। ঘটনার সময় পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক দলের এজেন্টরাও উপস্থিত ছিলেন। ভোটকেন্দ্রে হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে, ঘটনাস্থলে মোতায়ের করা হয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী। ভোটগ্রহণ চলবে শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

মণিপুরের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) প্রদীপ কুমার ঝা নিশ্চিত করেছেন যে ইম্ফল পূর্বের থংজুতে একটি ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইম্ফল পশ্চিমের অন্তত আরও একটি ভোট কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি ইম্ফল পশ্চিমের কিছু ভোটকেন্দ্র থেকে ভোটার এবং এজেন্টদের ভয় দেখানোর এবং বুথ দখল করার চেষ্টা করার অভিযোগ এসেছে কমিশনের কাছে।

loksabha election 2024
Advertisment