দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বুথ থেকে উদ্ধার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ। ভোটগ্রহণের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ওই জওয়ানের নাম কমল গঙ্গোপাধ্যায়ের। উত্তর ২৪ পরগনার বাসিন্দা তিনি।
ভোটে পাথরপ্রতিমাবিধানসভা এলাকার গুরুদাসপুর বুথে ডিউটি পড়েছিল কমল গঙ্গোপাধ্যায়ের। ওই জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, গতকাল অর্থাৎ বুধবার সন্ধে থেকেই হদিশ মিলছিল না কমলের। রাতেও তাঁকে বুথে দেখতে পাননি কেউ। পরে বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে মেলে তাঁর ঝুলন্ত দেহ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী করাণে এই পদক্ষেপ করলেন ওই জওয়ান তার খোঁজ নেওয়া হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন