Advertisment

By-Election Result: বাংলার পর এই রাজ্যেও ব্যাকফুটে বিজেপি! চরম সংকটে গেরুয়া শিবির

এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে সবকটি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
The overall voting percentage of the three bypolls was 71 per cent, according to the data of the state election department. (PTI Photo)

রাজ্য নির্বাচন বিভাগের তথ্য অনুসারে, তিনটি উপনির্বাচনের সামগ্রিক ভোটের শতাংশ ছিল 71 শতাংশ। (পিটিআই ছবি)

By-Election Result: বাংলার চার আসনে উপনির্বাচনের ফলাফলের প্রাথমিক যা ধারা তাতে দেখা যাচ্ছে একেবারে ধরাশায়ী বিজেপি। বাংলার পাশাপাপাশি আজ হিমাচল প্রদেশের তিনটি বিধান সভা উপনির্বাচনের ফলাফলও সামনে আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে সবকটি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী সহ কংগ্রেস প্রার্থীরা রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বলেই শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে। এই সপ্তাহের শুরুতে হিমাচলের তিনটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisment

বুধবার অনুষ্ঠিত দেহরা, হামিরপুর ও নালাগড় উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টায়। ষষ্ঠ দফা গণনার পর সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং বিজেপি প্রার্থী হোশিয়ার সিং-এর বিরুদ্ধে দেহরা বিধানসভা আসনে ১৮১৫ ভোটে এগিয়ে রয়েছেন বলেই জানা গিয়েছে।হামিরপুর বিধানসভা আসনে, তৃতীয় দফা গণনার পর কংগ্রেসের পুষ্পিন্দর ভার্মা বিজেপি প্রার্থী আশিস শর্মার বিরুদ্ধে ১৭০৭ ভোটে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন - < Rahul Gandhi News: অব্যাহত রাহুল-স্মৃতি তরজা! বিজেপি নেত্রীর পাশে দাঁড়িয়ে মহা ফ্যাসাদে কংগ্রেস সাংসদ >

নালাগড় বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কে এল ঠাকুরের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের পরে কংগ্রেস প্রার্থী হরদীপ সিং বাওয়াও ১৫৭১ ভোটে এগিয়ে রয়েছে বলেই জানিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন বিভাগের তথ্য অনুসারে, তিনটি উপনির্বাচনের সামগ্রিক ভোটের শতাংশ ছিল ৭১ শতাংশ। যদিও উপনির্বাচনের ফলাফলে সরকারের উপর বিশেষ প্রভাব ফেলবে না। হিমাচলে কংগ্রেসের ৩৮ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপির সেখানে ২৭ জন বিধায়ক রয়েছে।

CONGRESS Himachal Pradesh bjp
Advertisment