Advertisment

Lok Sabha Elections 2024 : তৃতীয় মেয়াদে কেন মোদীকে প্রয়োজন ভারতের? স্পষ্ট করলেন হিমন্ত বিশ্ব শর্মা

২৪-এর লোকসভা নির্বাচনে ৪০০ পারের লক্ষ্য নিয়েছে NDA শিবির। এনিয়ে নির্বাচনী জনসভা থেকে সুর চড়িয়েছেন মোদী থেকে অমিত শাহ। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন কেন ২৪-এর নির্বাচনে এনডিএ-এর চারশোর বেশি আসন প্রয়োজন।

author-image
IE Bangla Web Desk
New Update
Himanta biswa sarma, NDA needs 400-plus seats, UCC, Mathura temple, BJPs mission 400, Lok Sabha elections 2024k, Himanta address Begusarai poll rally, idnian express news

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (ফাইল ছবি)

২৪-এর লোকসভা নির্বাচনে ৪০০ পারের লক্ষ্য নিয়েছে NDA শিবির। এনিয়ে নির্বাচনী জনসভা থেকে সুর চড়িয়েছেন মোদী থেকে অমিত শাহ। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন কেন ২৪-এর নির্বাচনে এনডিএ-এর চারশোর বেশি আসন প্রয়োজন।

Advertisment

শনিবার এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে দেশে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করতে এবং মথুরায় কৃষ্ণ জন্মস্থানে বিশাল মন্দির তৈরি করতে লোকসভা নির্বাচনে এনডিএ-কে ৪০০টিরও বেশি আসন জিততে হবে।
প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের পক্ষে বেগুসরাইতে একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়ে প্রশ্ন তোলায় তিনি কংগ্রেস এবং তার সহযোগীদের সমালোচনা করেছিলেন।

তিনি বলেন, "…প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএকে দেশে UCC বাস্তবায়ন করতে, মথুরার কৃষ্ণ জন্মস্থানে একটি বিশাল মন্দির তৈরি করতে এবং অদূর ভবিষ্যতেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর তা নিশ্চিত করতেই ৪০০টির বেশি আসন আসন জিততে হবে এনডিকে"।

তিনি আরও বলেন, 'কেন্দ্রে আমাদের সরকার স্পষ্ট করে দিয়েছে যে PoK ভারতের অংশ এবং কোন শক্তি তা কেড়ে নিতে পারবে না। PoK যাতে ভারতে ফিরে আসে তা নিশ্চিত করতে আমাদের মোদীজিকে তৃতীয় মেয়াদে ফিরিয়ে আনতে হবে। ”

loksabha election 2024
Advertisment