Advertisment

Congress: অপমানিত হয়ে তারকা প্রার্থীর দল ছাড়ায় প্রবল অস্বস্তিতে কংগ্রেস, আনলেন গুরুতর অভিযোগ

ফের কংগ্রেসে ধাক্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Prabodh Tirkey resigned from Congress

দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে কংগ্রেসকে ধাক্কা। ভারতীয় হকির গর্ব এই প্রবীণ খেলোয়াড় দল ছাড়লেন, আনলের গুরুতর অভিযোগ।

দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে ভারতীয় হকির গর্ব এই প্রবীণ খেলোয়াড় দল ছাড়লেন, আনলের গুরুতর অভিযোগ। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক প্রবোধ টির্কি কংগ্রেস থেকে থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি ওড়িশার তালাসারা বিধানসভা আসন থেকে তিরকিকে প্রার্থী করেছে কংগ্রেস।

Advertisment

২৪-এর লোকসভা নির্বাচনের আব হে ওড়িশায় বিরাট ক্ষতির মুখে দল। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক প্রবোধ টির্কি দল থেকে পদত্যাগ করেছেন। আসলে, লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশায় চতুর্থ দফায় বিধানসভা নির্বাচনও হওয়ার কথা। সম্প্রতি তালসারা বিধানসভা কেন্দ্র থেকে প্রবোধ টির্কিকে প্রার্থী করে কংগ্রেস। কিন্তু পরে তার নাম প্রত্যাখান করে ওই আসন থেকে টিকিট এখান দেওয়া হয় কংগ্রেস নেতা দেবেন্দ্র ভিটারিয়াকে।

কংগ্রেসের কাছ থেকে তিনি "অপমানের" সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক। প্রবোধ টির্কি মঙ্গলবার দল থেকে পদত্যাগ করেছেন। এয়ার ইন্ডিয়ার চাকরি ছেড়ে দেওয়ার পর গত সেপ্টেম্বরে কংগ্রেসে যোগ দেন তিনি। ২রা এপ্রিল ওড়িশার সুন্দরগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত তালসারা বিধানসভা আসন থেকে দলের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়। পরে ১৪ এপ্রিল দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস। সেখানে দেখা যায় তার বদলে কংগ্রেস নেতা দেবেন্দ্র ভিটারিয়াকে প্রার্থী করে দল।

ওড়িশায় রাজ্য বিধানসভা এবং লোকসভার নির্বাচন একযোগে চার দফায় অনুষ্ঠিত হবে। দল ছাড়ার পর তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, 'যখন আমি কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আমার এয়ার ইন্ডিয়ার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন দল আমাকে আশ্বস্ত করেছিল যে আমাকে এমএলএ টিকিট দেওয়া হবে। দলে যোগদানের পর থেকেই নির্বাচনী এলাকায় কাজ শুরু করি। প্রথম তালিকায় যখন আমার নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমি জানি না কেন দ্বিতীয় তালিকায় আমার নাম বাদ দেওয়া হল,”।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন তিনি কংগ্রেসের কোনও সিনিয়র নেতার সঙ্গে এই বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেননি। তিনি বলেনব, “কেউ আমার সাথে যোগাযোগ করেনি, তাহলে গ্র্যান্ড ওল্ড পার্টিতে থাকার কী যুক্তিকতা রয়েছে"?

CONGRESS
Advertisment