ভোট মরসুমে জনপ্রিয়তার শীর্ষে এবার বেগুসরাইয়ের কানহাইয়া কুমার। এতদিন বাম দলে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে, এবার সেই ঢেউ আছড়ে পড়ল কংগ্রেসের অন্দরেও। রবিবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং নিজেকে কানহাইয়া কুমারের সবচেয়ে বড়ো সমর্থক বলে উল্লেখ করেন। জেএনইউর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়ার 'লড়াই'য়ে মুগ্ধ দিগ্বিজয় সিংয়ের মতো বর্ষীয়ান কংগ্রেস নেতাও। দিগ্বিজয় সিংয়ের জন্য ভোট প্রচারে ভোপাল যাচ্ছেন কানহাইয়া কুমার।
Digvijaya Singh:Main Kanhaiya Kumar ka samarthak hoon.Aur maine apne party mein bhi iss baat ko kaha ki RJD ne bohot badi galti ki hai aur maine koshish ki baat karne ki yeh seat CPI ko dena chahiye. Aur mujhe iss baat ki khushi hai 8 aur 9 ko vo prachar karne Bhopal aaraha hai. pic.twitter.com/acTIbiT1uZ
— ANI (@ANI) 28 April 2019
এবারের লোকসভা ভোটে 'বিহারের লেনিনগ্রাদ' বেগুসরাই কেন্দ্র থেকে কানহাইয়াকে প্রার্থী করেছে সিপিআই। সেখানে তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী গিরিরাজ সিং। প্রচারের ক্ষেত্রে অবশ্য ঝড় তুলেছেন কানহাইয়া। সেই অস্ত্রকেই কাজে লাগাতে চাইছে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যর পর বিজেপি কটাক্ষ করে বলছে 'টুকরে টুকরে গ্যাং মেম্বার কানহাইয়া কুমার 'কে নিয়ে প্রচার করা ছাড়া কংগ্রেসের উপায় নেই।
এসব মন্তব্য অবশ্য গায়ে মাখছেন না বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং। সিপিআই দফতরের সামনে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন "আমি কানহাইয়া কুমারের সমর্থক এবং জনসমক্ষে খোলাখুলিই বলছি সেটা", শুধু তাই নয়, কানহাইয়াকে প্রার্থী করা নিয়ে বাম নেতৃত্বকেও ধন্যবাদ দেন তিনি। অপরদিকে, কানহাইয়াকে অপমান করার জন্য বিজেপি ও আরএসএসকে একহাত নেন তিনি এবং দায়ী করেন একটি বেসরকারি টিভি চ্যানলকে যারা কানহাইয়াকে 'মিথ্যাবাদী' বলে অপবাদ দিয়েছে।
আরও পড়ুন ‘ভোটের পরে দেখে নেবো’! ‘হুমকি’ দিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়
দিগ্বিজয় সিংয়ের এই নয়া প্রচার কৌশলে ভোট ময়দানের 'সুচাগ্র মেদিনী' ছাড়তে নারাজ বিজেপি। 'টুকরে টুকরে গ্যাং মেম্বার কানহাইয়া কুমার' স্লোগানে দিগ্বিজয় সিংয়ের বিরোধীতা করে চলেছেন তাঁরা। বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল জানান এই ঘটনার মধ্য দিয়ে কংগ্রেস নেতার মানসিকতা এবং রাজনৈতিক ভাবধারা প্রকাশ পেয়েছে। 'টুকরে টুকরে গ্যাং'এর রক্ষাকর্তা বলে বর্ষীয়ান নেতাকে কটাক্ষ করেন বিজেপির মুখপাত্র।
বিজেপির এই স্লোগান এর বিরোধিতা করে কংগ্রেস মামলা করে যা বর্তমানে বিচারাধীন অবস্থানে রয়েছে। সেই প্রসঙ্গ টেনে এনে বিজেপির তরফ থেকে জানানো হয় কংগ্রেস নেতা যেন নিজেকে আইনের শীর্ষস্থানীয় বলে মনে করে কাউকে দোষী কিংবা ক্লিন চিট দেওয়ার কথা না ভাবেন।
তবে এই ভোট জুদ্ধে শেষ হাসি কে হাসবে সেদিকে তাকিয়ে মধ্যপ্রদেশের জনগণ।
আরও পড়ুন মোদী-শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টে কংগ্রেস
Read the full story in English