Modi Cabinet 2024: বড় খবর! গতকালই শপথ নিয়েছেন, এখন কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়বেন? বড় কারণ জানালেন 'সেই' বিজেপি সাংসদ
গতকাল তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় মোদী মন্ত্রিসভায় NDA-র সমস্ত শরিকি দলকে স্থান দেওয়া হয়েছে। শুধুমাত্র অজিত পাওয়ার গোষ্ঠীকে কোন মন্ত্রী পদ দেওয়া হয়নি। বিজেপি কেরলের একমাত্র সাংসদকে মন্ত্রী পদও দিয়েছে। কিন্তু তিনি এখন মন্ত্রিত্ব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
কেরল বিজেপির একমাত্র এবং প্রথম সাংসদ সুরেশ গোপী গতকাল কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হিসেবে মোদী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে এখন গোপীর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তিনি নিজেই মন্ত্রীত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। একটি আঞ্চলিক নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলে তিনি মন্ত্রী পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি মন্ত্রীত্ব চাইনি। সুরেশ গোপী বলেছেন, আশা করি দলের নেতাকর্মীরা আমাকে এই পদ থেকে মুক্তি দেবেন'।
মন্ত্রী পদ ছাড়ার অনেক কারণ জানিয়েছেন সুরেশ গোপী। তিনি জানিয়েছেন, অনেক ছবিতেই ইতিমধ্যেই চ্যুক্তি করেছি। সেগুলিতে আমি দায়বদ্ধ। এছাড়াও আমি ত্রিশুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে কাজ করতে চাই। সুরেশ গোপী বুঝিয়ে দিলেন তার জন্য অবসর সময়ের প্রয়োজন। সুরেশ গোপী কেরলে প্রথম নির্বাচিত বিজেপি সাংসদ। কেরলে এটাই বিজেপির প্রথম জয়। সুরেশ গোপী ত্রিশুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। বিজেপির প্রথম সাংসদ হিসেবে ইতিহাসে নিজের নাম খোদাই করেছেন তিনি। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী ভি. এস. তিনি ৭৪,৬৮৬ ভোটে সুনীল কুমারকে পরাজিত করেন।
আরও পড়ুন : < Modi Cabinet 2024: শপথ নিয়েই ‘অ্যাকশনে’ মোদী, হাজার হাজার কোটির অনুমোদন, কোন খাতে? >
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গোপী বলেছেন, 'আমার উদ্দেশ্য সাংসদ হিসেবে কাজ করা। আমি কিছু চাইনি। আমি বলেছিলাম মন্ত্রী পদের দরকার নেই। আমি মনে করি আমাকে শীঘ্রই এই দায়িত্ব থেকে মুক্তি দেবে দল। ত্রিশুরের ভোটারদেরও এতে কোনো সমস্যা নেই। ভোটাররা জানে একজন সাংসদ হিসেবে আমি তাদের জন্য ভালো কাজ করতে পারি। সুরেশ গোপী ব্যাখ্যা করেছিলেন যে আমি যে কোনও মূল্যে আমার ছবিগুলি শেষ করতে চাই'।
গতবার ত্রিশুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের হাতে গিয়েছিল। সুরেশ গোপী সাংসদ নির্বাচিত হওয়ার আগে রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি ২০১৬ সালে রাজ্যসভায় নির্বাচিত হন। তাঁর রাজ্যসভার মেয়াদ ছিল ২০২২ পর্যন্ত।