বিরোধিতা করায় তাঁকে খুনের পরিকল্পনা হতে পারে। বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। মমতার নিশানায় খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কী বলেছেন মমতা?
তৃণমূল নেত্রীর ঘাঁটি ভবানীপুর যখন দোয়ারে দোয়ারে ঘুরে প্রচার চালাচ্ছেন বিজেপির 'চাণক্য' শাহ ঠিক তখনই বর্ধমানের মন্তেশ্বরের প্রচারসভায় মুখ খোলেন মমতা। দেশের স্বারাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের কাজ ছেড়ে বিরোধীদের কাকে কোথায় হত্যা করা যায় তার পরিকল্পান করছেন বলে তোপ দাগেন।
মুখ্যমন্ত্রীর কথায়, 'স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। কোথায় কীভাবে কার উপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। সেসব চক্রান্ত করে বেড়াচ্ছেন। বিরোধিতা করছি। আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। আমার পা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন।'
আরও পড়ুন- ‘হার নিশ্চিত-হতাশা থেকেই CPRF-কে তোপ দিদির’, মমতাকে শাহী খোঁচা
তারপরই শাহকে নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে দাবি জানান তৃণমূল সুপ্রিমো। বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, ওকে কন্ট্রোল করুন। আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে। কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, বলবই। বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব।'
আরও পড়ুন- ‘মমতাহীন’ ভবানীপুরে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি, রুদ্রকে নিয়ে দোরে দোরে ‘মোটাভাই’
এপ্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রীর অভিযোগ করেন যে, দাঙ্গাবাজ, গুন্ডাদের কোটি কোটি টাকা দিচ্ছেন অমিত শাহ। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোলা বিজেপির কাটমানি, তোলাবাজির অভিযোগও খারিজ করেন মমতা। তিনি বলেছেন, 'আজকে দাঙ্গাবাজরা বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডা এনেছে। আর অমিত শাহ কত টাকা আপনার আছে? ভাবছেন চিরদিন এভাবে চলে যাবে! কোটি কোটি টাকা বিলোচ্ছেন!ভাবছেন টাকা দিয়ে সব কিনবেন! কিনুন। কত কিনবেন! কতদিন কিনবেন! বলি, এত টাকা পান কোথায়? এত এত টাকা! কত কত খরচ করেন এক একটা মিটিংয়ে? হিসেব দেবেন! আমি জানি, আমি এসব বলার পরেই আপনারা আমায় খুন করার চক্রান্ত করবেন। আর কারও কাছে পাঁচশো টাকা থাকলে এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে? যদি কেউ প্রতিবাদ না করে ভয়ে চুপচাপ থাকে, আমি করবই।'
বিজেপিকে ছদ্মবেশী সাধু বলেও এদিন প্রচারে তোপ দাগেন তৃণমূল নেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন