'বহিরাগতরা' আসছে বলেই বাংলায় করোনা ছড়াচ্ছে। ফের বললেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে কোভিড বৃদ্ধির জন্য আবারও ভিন রাজ্যের বিজেপি নেতাদের দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, 'বার বার বলছি, বাংলায় এসে কোভিড ছড়াবেন না মোদীজি।' একইসঙ্গে রাজ্যের দাবি মেনে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন না দেওয়ায় বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী।
Advertisment
কী বলেছেন মমতা?
বাংলায় করোনার প্রকোপের বাড়বাড়ন্তের জন্য প্রদানমন্ত্রী মোদীকে দায়ী করেছেন মমতা। বলেন, 'বাংলাকে বাংলার মতো থাকতে দিন। বার বার বলছি বাংলায় এসে করোনা ছড়াবেন না মোদিজি। আমাদের কথা শুনে ভ্যাকসিন দেননি। রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না।'
Advertisment
কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, 'বহিরাগতদের বাংলায় আসা থেকে বিরত করুন। মোদীজিরা আসছেন আসুন, কিন্তু ডেকরেটার্স, প্যান্ডেলের কাজকর্ম করাতে কেন বাইরের লোক আনা হবে। ওগুলোতে বাংলার লোকেরাই করে দেয়। সবার কোভিড টেস্ট বাধ্যতামূলক হোক।'
১৪ এপ্রিল জলপাইগুড়ির সভায় তৃণমূল সুপ্রিম োবলেছিলেন, করোনা প্রতিরোধে রাজ্য সরকার যথাসম্ভব চেষ্টা করছে। কিন্তু, বহিরাগতরা বিমানে করে এসে পশ্চিমবঙ্গে করোনা ছড়াচ্ছে। আদতে এভাবেই নাম না করে ভিন রাজ্যের বিজেপি নেতৃত্বকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন