Advertisment

'নিরপেক্ষ ভোটের দাবিতে নির্বাচনের পরই সুপ্রিম কোর্টে যাব', হুঁশিয়ারি মমতার

শেষ দু'দফা ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনে বিস্ফোরক দাবি তৃণমূল নেত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
President rule in Bengal, PIL, Supreme Court

ফের একবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের ভার্চুয়াল প্রচার সভা থেকে সাফ জানালেন, 'ভোটের পরই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাব।' নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisment

নির্বাচনের আবহে তৃণমূল কর্মীদের অবৈধভাবে গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেন তৃণমূল নেত্রী। পুলিশ পর্যবেক্ষকরাও বিজেপির অঙ্গুলিহিলনে চলছে বলে অভিযোগ তাঁর। এদিন মঞ্চ থেকেই একাধিক কাগজ দেখান মমতা। দাবি করেন, ওই কাগজে পুলিশ পর্যবেক্ষকরা অনৈতিক ও আইন বহির্ভূতভাবে পুলিশ সুপার ও জেলাশাসকদের নির্দেশ দিচ্ছেন। ওই কথপোকথনে তৃণমূল কর্মীদের 'দুষ্কৃতী' বলে উল্লেখ করা হয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'কমিশন ফোন করে নির্দেশ দিচ্ছে আমাদের দলের নেতাদের নির্বাচনের আগে গ্রেফতার করে নিতে। আমার কাছে সব কিছুর হোয়াটসঅ্যাপ আছে।'

এরপরই শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'আমরা ২০১৬ সালেও সহ্য করেছি। এবারও দেখছি। এই ভোট হয়ে যাওয়ার পর আমরা দেশের সর্বোচ্চ আদালতে যাব। কমিশন যাতে নিরপেক্ষভাবে ভোট করায়, তার আবেদন জানাব।'

রাজ্য পুলিশ এখন কমিশনের অধীনে। তাই এখন পুলিশ অধিকারিকদের সঙ্গে কোনও কথা এখন বলবেন না মুখ্যমন্ত্রী। ভোটের ফলাফল শেষেই এনিয়ে তিনি কথা বলবেন বলে জানান মমতা। রাজ্য পুলিশের একাংশের অফিসারদের বিরুদ্ধে কিছুটা সুর চড়িয়েই তিনি বলেন, 'এখানে কিছু ডিএম, এসপি-রাও তাঁবেদারি করছে, যাদের তাঁবেদারি করা উচিত নয়। আমি স্পষ্ট বলতে চাই, কোন নির্দেশে কী কাজ চলছে সব খবর আমার কাছে আছে। এমন করছে যেন বিজেপি ক্ষমতায় এসে গিয়েছে। বিজেপি, নির্বাচন কমিশনের কথা শুনে চলছে। শুধু বিজেপি-কে বাংলা দখল করানোর জন্য কমিশন এখানে এত দফায় ভোট করালো।' কমিশনে তৃণমূল বিচার পাচ্ছে না বলে অভিযোগ নেত্রীর।

তাঁর সাফ কথা, প্রশাসনকে কাজে লাগিয়েও বিজেপি এরাজ্যে ৭০টার বেশি আসন জিততে পারবে না। মোর্চা পেতে পারে ২০-২৫টা আসন।

রাজ্যে কোভিড বৃদ্ধির জন্যও এদিন ফের বিজেপিকে দায়ী করেন মমতা। কেন ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর করোনা পরীক্ষা হচ্ছে না তানিয়েও সোচ্চার হন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'লক্ষ লক্ষ ক্যাডারকে এনেছে। ২ লক্ষের উপর কেন্ত্রীয় বাহিনী এনেছে। ওরা এক জেলা থেকে আর এক জেলায় যাচ্ছে আর করোনা ছড়াচ্ছে। কারও কোভিড টেস্টও হয়নি।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court bjp Mamata Banerjee election commission West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment