মমতা বন্দ্যোপাধ্যের পথেই হাঁটল পদ্ম ব্রিগেড। ক্ষমতায় এলেই বাংলার প্রত্যেককে বিনামূল্যে করোনার টিকা দেবে বিজেপি সরকার৷ সপ্তম ও অষ্টম দফা ভোটের আগে বড় প্রতিশ্রুতি দিল বিজেপি। টুইট করে শুক্রবার বিজেপি-র তরফে এই ঘোষণা করা হয়।
রাজ্য বিজেপি-র পক্ষ থেকে টুইটে এদিন লেখা হয়েছে, 'পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই কোভিড-১৯ ভ্যাকসিন প্রত্যেককে বিনামূল্যে সরবরাহ করা হবে৷'
বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট চলাকালীন উত্তরবঙ্গের প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৫ মে-র পর থেকে রাজ্য সরকারের উদ্যোগেই প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে৷ এবার সেই একই প্রতিশ্রুতি দিল বিজেপি৷
এদিকে রাজ্যগুলোকে ভ্যাকসিন-অক্সিজেন সরবরাহ, টিকার দাম নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন তুঙ্গে। বাংলায় করোনা বৃদ্ধির জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় মোদী-অমিত শাহ সহ বিজেপির 'বহিরাগত' নেতাদের দায়ী করেছেন। কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে কোনও রাজ্য সরকার বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে কি না, তা নির্ভর করছে তাদের সিদ্ধান্তের উপরই নির্ভরশীল৷ দু'দিন আগেই ঘোষণা করা হয়, কেন্দ্র যেখানে ১৫০ টাকায় প্রতি ডোজ ভ্যাকসিন কিনছে, সেখানে রাজ্য সরকারগুলো তা কিনতে হবে ৪০০ টাকায়৷
কেন্দ্রের এই ভ্যাকসিন বৈষম্যের বিরুদ্ধেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের তুলনায় কেন রাজ্য সরকারকে বেশি দামে ভ্যাকসিন কিনতে হবে, এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও মুক্যমন্ত্রীর ঘোষণা, সকল রাজ্যবাসীকে বিমামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন কেনার জন্য রাজ্য সরকার ১০০ কোটি টাকার তহবিলও তৈরি রেখেছে বলে জানিয়েছেন তিনি৷
রাজ্যবাসীকে মমতার বিনামূল্যে টিকা ঘোষণার পর করোনা আবহে ভোটের শেষ দু'দফার আগে একই প্রতিশ্রুতি দিয়ে বাজিমাতের চেষ্ঠার গেরুয়া বাহিনী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন