Advertisment

Delhi Congress: আপের সঙ্গে জোটের মাসুল, ফের দিল্লিতে বড় ধাক্কা খেল কংগ্রেস!

লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi congress

লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। দিল্লির দুটি লোকসভা আসনের পর্যবেক্ষক নীরজ বসোয়া এবং নসিব সিং দল থেকে পদত্যাগ করেছেন। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা পৃথক চিঠিতে, উভয় নেতাই কংগ্রেস-আপের জোটকে দল ছাড়ার জন্য প্রাথমিকভাবে দায়ী করেছেন।

Advertisment

পশ্চিম দিল্লি সংসদীয় আসনের প্রাক্তন বিধায়ক এবং দলের পর্যবেক্ষক নীরজ বসোয়া বলেছেন, "দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে দলের জোটে আমি ব্যথিত। জোটটি দিল্লির জন্য উদ্বেগের বিষয়। আমি বিশ্বাস করি যে একজন আত্মমর্যাদাশীল দলের নেতা হিসেবে আমি আর দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না।"

বসোয়া চিঠিতে বলেছেন, "আমি পার্টির সমস্ত পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। গত ৩০ বছরে আমাকে সমস্ত সুযোগ দেওয়ার জন্য আমি সনিয়া গান্ধী জিকে ধন্যবাদ জানাই।" প্রাক্তন বিধায়ক এবং উত্তর পশ্চিম দিল্লির দলের পর্যবেক্ষক নসিব সিং দিল্লি কংগ্রেসের প্রধান হিসাবে দেবেন্দ্র যাদবকে নিয়োগ করায় তার অসন্তোষ প্রকাশ করেছেন।

দল থেকে দুটি পদত্যাগ এমন সময়ে এসেছে যখন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে কংগ্রেসের সিনিয়র নেতা অরবিন্দ সিং লাভলি দিল্লি ইউনিটের প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। আগামী ২৫ মে দিল্লিতে লোকসভা নির্বাচন।

CONGRESS
Advertisment