Advertisment

Ram Mandir constituency: ভোটবাক্সে উধাও রামমন্দির ফ্যাক্টর, খোদ অযোধ্যায় বিজেপি প্রার্থীর হারে চূর্ণ মোদীর অহংকার!

গোটা দেশকে অবাক করে হেরে গেল বিজেপি! ভোটে বিজেপির অন্যতম কৌশল ছিল রামমন্দির। আর খোদ অযোধ্যায় হার বিজেপি প্রার্থীর। এর হার কিছুতেই মেনে নিতে পারছেন বিজেপি নেতৃত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
JP's Ayodhya loss, ayodhya, Uttar Pradesh BJP, congress, Lok Sabha Election Results 2024, Lok Sabha Elections 2024, Ram Mandir, Yogi Adityanath, Ram temple inaguration, Ayodhya Ram temple inaguration, Ram temple, Ayodhya Ram temple, Lucknow news, Uttar pradesh news, Lucknow, India news, Indian express, Indian express India news, Indian express India

উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির কর্মীরা উদযাপন করছে। এক্সপ্রেস ছবি

BJP lost in Faizabad: গোটা দেশকে অবাক করে হেরে গেল বিজেপি! ভোটে বিজেপির অন্যতম কৌশল ছিল রামমন্দির। আর খোদ অযোধ্যায় হার বিজেপি প্রার্থীর। এর হার কিছুতেই মেনে নিতে পারছেন বিজেপি নেতৃত্ব।

Advertisment

ভোটের মাত্র কয়েকমাস আগে সারা বিশ্বের কাছে 'আইকন' হিসাবে তুলে ধরা হয়েছিল রাম মন্দির। মোদী তার নির্বাচনী বক্ততৃতায় বারে বারে রামমন্দির ইস্যুতে সুর চড়িয়েছেন। রামমন্দিরকে বিজেপি সাফল্য বলেও অভিহিত করার পাশাপাশি রামমন্দির নিয়ে বিরোধীদের নিশানা করতেও ছাড়েন নি তিনি। আর এবার সেই অযোধ্যাতেই ধাক্কা খেল বিজেপি। ফৈজাবাদ লোকসভা আসনের হার বিজেপির লাল্লু সিং-য়ের। সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদের কাছে বিরাট ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

হারের পর বিজেপির এক কাউন্টিং এজেন্ট বলেছেন, "আমরা জেতার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি, আমরা লড়াই করেছি, কিন্তু রাম মন্দির ভোটবাক্সে প্রভাব ফেলেনি"। কেন হারতে হল বিজেপিকে খোদ অযোধ্যায়? সেই প্রশ্নে উত্তরে নাম না প্রকাশ করার শর্তে এক স্থানীয় বিজেপি নেতা বলেন, "মন্দির ও বিমানবন্দরের জন্য আশেপাশে যেভাবে জমি অধিগ্রহণ চলছে তাতে অযোধ্যার বহু গ্রাম ক্ষুব্ধ। এছাড়াও, বিএসপির ভোটও এসপি টেনে নিয়েছেন। কারণ অবধেশ প্রসাদ একজন দলিত নেতা,”।

অবধেশ প্রসাদ, যিনি নয় বারের বিধায়ক। পাশাপাশি তিনি এসপির মূল দলিত মুখগুলির মধ্যে অন্যতম। তিনি বিজেপির লাল্লু সিংকে ৫৪,৪৬৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন। জয়ের পর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন অবধেশ প্রসাদ বলেছেন, "এটি একটি ঐতিহাসিক জয় কারণ আমাদের দলের সভাপতি, অখিলেশ যাদব আমাকে একটি চ্যালেঞ্জিং আসন থেকে প্রার্থী করেছেন। জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে মানুষ আমাকে সমর্থন করেছে।" তিনি বলেন, বিজেপির পরাজয়ের কারণে মধ্যে রয়েছে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, জমি অধিগ্রহণ এবং সংবিধানে পরিবর্তনের ইঙ্গিত"।

আরও পড়ুন : < NDA meet: INDIA-NDA ‘কাঁটে কা টক্কর’, সরকার গঠনে দিল্লিতে বৈঠক, নাইডু-নীতীশের মন পরীক্ষা >

বিজেপি কার্যালয়ের বাইরে, অরবিন্দ তিওয়ারি, যিনি নিজেকে "বিজেপি সমর্থক" হিসাবে পরিচয় দিয়েছেন, তিনি বলেছেন,' রাম মন্দিরের মহিমা বহিরাগতদের প্রভাবিত করতে পারে, তবে শহরের বাসিন্দারা তাদের যে অসুবিধার শিকার হয়েছিল তাতে অনেক মানুষ অসন্তুষ্ট ছিল দলের ভূমিকায়'। তিনি আরও বলেন, রাম পথ নির্মাণের সময় , স্থানীয়দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের দোকান বরাদ্দ করা হবে কিন্তু তা হয়নি"। অযোধ্যার জন্য তার পরিকল্পনা সম্পর্কে, এসপির বিজয়ী প্রার্থী বলেছেন, "বিজেপি সরকার মন্দির নির্মাণের অজুহাতে অনেক পরিবারকে উচ্ছেদ করেছে। আমি তাদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করব"।

Ayodhya Ram Temple modi bjp loksabha election 2024
Advertisment