Advertisment

Lok Sabha Election 2024: 'ইন্ডিয়া জোট'কে সমর্থন পাকিস্তানের, 'ভোট জিহাদ'-এর মারাত্মক অভিযোগ, রাহুলকে নিশানা মোদীর

মোদী তাঁর ভাষণে বলেন, 'দেশে কংগ্রেসের শোচনীয় অবস্থা দেখে পাকিস্তান আজ কাঁদছে, কংগ্রেস এবং পাকিস্তানের মধ্যে অংশীদারিত্ব আজ ভারত বাসীর সামনে উন্মোচিত হয়েছে'।

author-image
IE Bangla Web Desk
New Update
Time not far for Assembly polls, restoration of statehood, says PM Modi in J&K

রাহুলকে নিশানা করে মোদী বলেন, 'যুবরাজকে প্রধানমন্ত্রী করতে মরিয়া পাকিস্তান আজ চোখের জল ফেলছে'।

রাজস্থানের সভা থেকে সদ্য কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণ নিয়ে তোপ দেগে এক মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘যাঁদের বেশি সন্তান আছে’ তাঁদের মধ্যে ‘মা বোনেদের সোনা বিলিয়ে দেবে’ কংগ্রেস, বলে এক মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদীর এই মন্তব্যের জেরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আজ গুজরাটের এক নির্বাচনী জনসভায় ফের রাহুলকে নিশানা করে মোদী বলেন, 'যুবরাজকে প্রধানমন্ত্রী করতে মরিয়া পাকিস্তান আজ চোখের জল ফেলছে'।

Advertisment

গুজরাটের আনন্দে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী এদিন কংগ্রেসকে কড়া নিশানা করেন। মোদি তাঁর ভাষণে বলেন, 'দেশে কংগ্রেসের শোচনীয় অবস্থা দেখে পাকিস্তান আজ কাঁদছে, কংগ্রেস এবং পাকিস্তানের মধ্যে অংশীদারিত্ব আজ ভারত বাসীর সামনে উন্মোচিত হয়েছে'।

মোদী বলেন, '৬০ বছর ধরে কংগ্রেসের শাসন দেখেছে দেশ। এখন দেশ বিজেপির ১০ বছরের মেয়াদের সাক্ষী থেকেছে'। মোদী অভিযোগ করেন 'কংগ্রেসের ৬০ বছরের শাসনে ৬০% গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কোন শৌচাগার ছিল না। ১০ বছরে বিজেপি সরকার গ্রামে ১০০ শতাংশ শৌচাগার নির্মাণ করেছে। ৬০ বছরে, কংগ্রেস দেশের ২০শতাংশের কম বাড়িতেকলের জলের সুবিধা দিতে সক্ষম হয়েছিল। মাত্র ১০ বছরে, সেই সংখ্যা ১৪ কোটি অর্থাৎ প্রায় ৭৫%-এ পৌঁছেছে'।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন যে '৬০ বছরে কংগ্রেস ব্যাঙ্কগুলিকে জাতীয়করণ করেছিল, ব্যাঙ্ক জাতীয়করণ করলেও, কংগ্রেস সরকার ৬০ বছরেও এক কোটি গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেনি। মোদী সরকার গত ১০ বছরে ৫০ কোটিরও বেশি জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে'।

প্রধানমন্ত্রী মোদী এদিন তাঁর ভাষণে বলেন, 'কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছোঁয়া রয়েছে'। তিনি আরও বলেন, 'কংগ্রেস কখনই এসসি-এসটি-সম্প্রদায়কে পাত্তা দেয়নি। কংগ্রেস ওবিসি সম্প্রদায়ের প্রতিটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি মন্ত্রকও তৈরি করেনি'। প্রধানমন্ত্রী বলেন, 'বিগত বছরগুলিতে মুসলিমরা কংগ্রেসের সবচেয়ে বড় ভোটব্যাঙ্ক। কংগ্রেস তাদের তোষণ করে চলেছে। সেই কারণেই সংবিধান বদলাতে চায় কংগ্রেস'।

তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'মোদীর আমলে শক্তিশালী সরকার বিশ্বের সামনে মাথা নত করেনি। একমাত্র ভারতই পারে বিশ্বের উন্নয়নকে ত্বরান্বিত করতে। মোদী বলেন, কংগ্রেস মুসলমানদের সংরক্ষণে SC-ST-OBC এর অংশ দিতে চায়। তাই এই মোদীর গ্যারান্টি, ধর্মের ভিত্তিতে কেউ সংরক্ষণ পাবে না'।

modi loksabha election 2024
Advertisment