Advertisment

Lok Sabha Election 2024: দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই, তৈরি আগামী ৫ বছরের রোডম্যাপ…!

প্রধানমন্ত্রী মোদী এদিন জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের কথা উল্লেখ করে বলেন, '৩৭০ ধারা বাতিলের কারণে উপত্যকার সর্বাত্মক উন্নয়ন হচ্ছে..."।

author-image
IE Bangla Web Desk
New Update
in lok sabha election 2024 bjp will win maximum seats from west bengal says modi

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। প্রধানমন্ত্রী মোদী আজ মিরাট থেকে শুরু করেন তার নির্বাচনী প্রচারপর্ব। এই নিয়ে তৃতীয়বার মিরাট থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী মোদী। মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির হেভিওয়েট নেতৃবৃন্দ।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নির্বাচনী প্রচারের শুরুতেই ঝড় তুলে বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচন কেবল সরকার গঠনের জন্য নয়, উন্নত ভারত তৈরির জন্য। তিনি বলেন, 'ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক পরিণত করাই তৃতীয় মেয়াদের মোদী সরকারের লক্ষ্য'।

মিরাটে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি আমার দেশকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করতে একটি বড় লড়াইয়ে নেমেছি। যে কারণে বড় বড় দুর্নীতিবাজরা আজ জেলবন্দী। সুপ্রিম কোর্ট থেকে ও জামিন পাচ্ছেন না"।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিরোধীদের নিশানা করে বলেন, “কিছু লোক দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দেখে হতাশ হয়ে পড়ছেন। বিরোধীরা দুর্নীতির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে ফ্রন্ট গঠন করেছে। তাতে আমি এতটুকুও ভীত নই। আমার গোটা ভারত আমার পরিবার।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “মোদী দারিদ্র্য'র সঙ্গে লড়াই করে আজ এখানে পৌঁছেছেন। প্রতিটি গরিবের দুঃখ, প্রতিটি গরিবের বেদনা, তাদের যন্ত্রণা মোদীকে ভাবায়, কষ্ট দেয়। মুসলিম বোনদের তিন তালাকের বিরুদ্ধে কঠোর আইন এনেছে মোদী সরকার। এটি হাজার হাজার বোনের জীবন রক্ষা করছে… নারী শক্তি বন্দন আইন আজ বাস্তবে পরিণত হয়েছে…"।

প্রধানমন্ত্রী মোদী এদিন জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের কথা উল্লেখ করে বলেন, '৩৭০ ধারা বাতিলের কারণে উপত্যকার সর্বাত্মক উন্নয়ন হচ্ছে…আজ অযোধ্যায় রামলালার একটি বিশাল মন্দির তৈরি হয়েছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে দর্শনের জন্য যাচ্ছেন'।

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ প্রতিটি সেক্টরে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। আজ দেশের নারী শক্তি নতুন সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ ভারতের বিশ্বাসযোগ্যতা এক নতুন উচ্চতায়, সারা বিশ্ব আস্থার সঙ্গে ভারতের দিকে তাকিয়ে আছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আমাদের সরকার ইতিমধ্যেই তৃতীয় মেয়াদের প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা আগামী পাঁচ বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করছি। প্রথম ১০০ দিনে আমাদের কী কী বড় সিদ্ধান্ত নিতে হবে তা নিয়ে দ্রুত কাজ চলছে। গত ১০ বছরে আপনারা শুধু উন্নয়নের ট্রেলার দেখেছেন, এখন আমাদের দেশকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে হবে"।

modi
Advertisment