Advertisment

Lok Sabha Elections 2024: 'ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কেউ কী আছেন'? তৃতীয় মেয়াদে মোদীর প্রশ্নে কী বললেন দেবগৌড়া?

মোদীর প্রশ্নে কী বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
deve gowda

প্রাক্তন প্রধানমন্ত্রী দক্ষিণ কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ, তুমকুর, চিকামাগালুর, মহীশূর, চিক্কাবাল্লাপুরে প্রচারে নেমেছেন। (এক্সপ্রেস আর্কাইভস)

১৯৯৯ সালের পর প্রথমবারের মতো, দেবগৌড়া নিজে লোকসভা নির্বাচনে প্রার্থী নন, তবে তিনি প্রায় প্রতিদিনই রাস্তায় নেমেছেন, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র প্রার্থীদের পক্ষে প্রচার করছেন। বেশিরভাগ সময় কাটাচ্ছেন ভোটের প্রচারে।

Advertisment

শনিবার, তেমনই এক প্রচারে দেবগৌড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিকেলের এক নির্বাচনী সমাবেশে যাওয়ার আগে বেঙ্গালুরুর বাড়িতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, "কর্ণাটকের ২৮টি লোকসভা আসনে এনডিএ-র জয় নিশ্চিত করার দায়িত্ব আমার কাঁধে রয়েছে। আমি এনডিএ-তে যোগ দিয়েছিলাম, আমি সব কিছু আলোচনা করেছিলাম। প্রথমবার আমি জোট নিয়ে আলোচনা করেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, যেখানে আমার ছেলে এইচডি কুমারস্বামীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, জোটের মধ্যে কোথাও কোন সমস্যা নেই। JD(S) এবং BJP-র এই জোট শুধুমাত্র লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়, বিধানসভা নির্বাচনেও জোট ঐক্যবদ্ধভাবে লড়বে'।

এই জোট কি ২০১৯ সালে কংগ্রেসের সঙ্গে আপনার জোটের চেয়ে ভাল কাজ করছে? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, "এবার জেডি(এস) তিনটি আসনে এবং বিজেপি ২৫টি আসনে লড়ছে। ২০১৯ সালে, জেডি (এস) রাজ্যে কংগ্রেসের সঙ্গে সাতটি আসনে লড়াই করেছিল কিন্তু মাত্র একটিতে জিতেছিল, যখন কংগ্রেস ২১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং শুধুমাত্র একটি আসনে জিতেছিল। বিজেপি সেবার ২৫ টি আসন জিতেছে।

আপনি আপনার নির্বাচনী সভায় বলছেন যে প্রধানমন্ত্রী মোদীই একমাত্র ব্যক্তি যিনি বর্তমানে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম। সেই প্রশ্নে দেবগৌড়া বলেন, "আমাকে বলুন, ভারতে কে আছে যে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম। আমাকে একজন লোক দেখান। যিনি দেশের দায়িত্ব নিতে পারেন। আজ এদেশে মোদী ছাড়া আর কেউ নেই। আমার বয়স ৯১। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন এমন অন্য কোনো নেতাকে আমি দেখিনি, মোদীকে ছাড়া!"

modi loksabha election 2024
Advertisment