Advertisment

Lok Sabha Election 2019: নির্বাচনে হিংসা ছড়িয়েছে বিজেপি, ত্রিপুরার শরিক দলের থেকেই এল অভিযোগ

এর আগে ১১ তারিখের ঘটনা নিয়ে ত্রিপুরা কংগ্রেস এবং সিপিআইএম এর তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আসায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নিরাপত্তার কারণে পিছিয়ে যায় দ্বিতীয় দফার ভোট। 

author-image
IE Bangla Web Desk
New Update
Phase 3 Election 2019 Live, Phase-III Lok Sabha Polls Live, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, লোকসভা নির্বাচন ২০১৯, তৃতীয় দফার লোকসভা নির্বাচন

সিপিআই (এম) , কংগ্রেসের তরফে অভিযোগ আসছিল অনেক দিন ধরেই। এবার অভিযোগ এল বিজেপির শরিক দল আইপিএফটি-র কাছ থেকেই। ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) বুধবার অভিযোগ করেছে, ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রে সত্যিই হিংসা ছড়িয়েছিল গেরুয়া দল।

Advertisment

আইপিএফটি এবং বিজেপি জোট ৬০ টির মধ্যে ৪৪টি আসনে জিতে ক্ষমতায় এসেছে গত বছরের বিধানসভা ভোটে। নির্বাচনী হিংসা ছড়ানোর জন্য বিজেপিকে দায়ি করে আইপিএফটি বুধবার ঢালাইয়ের গাঁদাচেরা জেলায় পথ অবরোধ করে।

আইপিএফটি মুখপাত্র মঙ্গল দেববর্মণ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "কংগ্রেস এবং আইপিএফটি কর্মীদের রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রে বিজেপির গুণ্ডারা হামলা করেছে। ভোট কেন্দ্রে প্রবেশ করে আমাদের কর্মীকে আক্রমণ করেছিল ওরা। আহতরা বরতমানে মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন"।

এর আগে ১১ তারিখের ঘটনা নিয়ে ত্রিপুরা কংগ্রেস এবং সিপিআইএম এর তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আসায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নিরাপত্তার কারণে পিছিয়ে যায় দ্বিতীয় দফার ভোট।

আরও পড়ুন, প্রজ্ঞার প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ক্ষমতা একমাত্র কমিশনের

আইপিএফটি-র পক্ষ থেকে হামলা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ আলচনা করার জন্য ২৬ এপ্রিল আগরতলায় একটি বৈঠক ডেকেছে দল।

পথ অবরধ প্রসঙ্গে গাঁদাচেরা থানার দায়িত্বে থাকা টি উচই সাংবাদিকদের বলেছেন বেলা ২ টো থেকে পথ অবরোধ চলছে।

"গত রাতে বিজেপির সমর্থকরাও পথ অবরোধ করেছিল। দু'দলের মধ্যে আলোচনা চলছে। আমরা এখন শুধুই আইন শৃঙ্খলা রক্ষা করছি। বিষয়টি রাজনৈতিক হওয়ার দরুন রাজনৈতিক নেতারাই আলোচনা করছেন", জানালেন পুলিশ আধিকারিক।

বিজেপি মুখপাত্র ডঃ অশোক সিনহা অবশ্য জানিয়েছেন আইপিএফটির অভিযোগ 'ভিত্তিহীন'।

General Election 2019 election commission
Advertisment